হায়দরাবাদ, 1 অগস্ট: চার দিনের মধ্যেই 50 কোটির ক্লাবে জায়গা পেল আলিয়া ভাট-রণবীর সিংয়ের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ করণ জোহরের এই কামব্যাক ছবি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা ৷ অভিনয় দক্ষতার গুণে রণবীর ফের একবার সকলের মন কেড়েছেন ৷ পঞ্জাবি তরুণের ভূমিকায় তাঁকে শুধু যে ভীষণ ভালো মানিয়েছে তা নয় তাঁর এনার্জি চরিত্রটিকে আরও প্রাণবন্ত করেছে ৷ অন্যদিকে, বাঙালি মেয়ের চরিত্রে বেশ মানিয়েছে আলিয়াকেও ৷ আর তাই ভালো ব্যবসা করছে ছবিটি ৷
যদিও সোমবার ব্যবসা কিছুটা পড়েছে ৷ শনি ও রবিবারের পর সেটা হওয়া অস্বাভাবিকও নয় ৷ অনেক ছবির ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে ৷ শনিবার ও রবিবার এই 2 দিনে 34.80 কোটি টাকা ঘরে তুলে ফেলেছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ আর প্রথম দিনেও এই ছবি খাতা খুলেছিল 11.10 কোটি টাকা দিয়ে ৷ এর জেরে প্রথম তিন দিনেই ছবির আয় দাঁড়িয়েছিল 45 কোটির কিছু বেশি ৷