পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

RRKPK Collection Day 11: দু'শো কোটির ক্লাবে 'রকি অউর রানি...', রণবীর-আলিয়ার সঙ্গে ফের কাজের ইচ্ছেপ্রকাশ করণের - Rocky Aur Rani Kii Prem Kahaani Crosses 200 Cr

দ্বিতীয় সপ্তাহে দেশ বিদেশ মিলিয়ে 200 কোটির ক্লাবে ঢুকে পড়ল করণের 'রকি অউর রানি'র কাহিনি ৷ ফের একবার করণ প্রমাণ দিলেন হিট ছবির পাশে লেখা থাকে তাঁর নাম ও ঠিকানা ৷

PIC COURTESY karan johar Instagram
200 কোটির ক্লাবে রকি অউর রানি কি প্রেম কাহানি

By

Published : Aug 8, 2023, 6:27 PM IST

হায়দরাবাদ, 8 অগস্ট:দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে করণের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ ছবি নিয়ে সমালোচকদের একাংশ যেমন বেশ খুশি, তেমনই কেউ কেউ একেবারেই না-খুশ ছবির মেলোড্রামায় ৷ মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই 10 দিনে ভারতে 100 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল আলিয়া-রণবীরের এই রম-কম ছবিটি ৷ আবার অন্য়দিকে দেশ-বিদেশ মিলিয়েও বড় মাইলস্টোন ছুঁয়ে ফেলল 'রকি অউর রানি'র কাহিনি ৷ গ্লোবাল বক্স অফিসে 200 কোটির বেশি আয় করে ইতিমধ্যেই বাজেটের টাকা ঘরে তুলে ফেলেছে করণের নতুন ছবি ৷

শনিবার ও রবিবার ভারতে 25 কোটি আয় করার পর সোমবার বক্স অফিসে বেশ বড় ধাক্কা খেয়েছে ছবি ৷ 4.25 কোটিতেই থেমে গিয়েছে টিকিট বিক্রি ৷ যার জেরে ছবির মোট আয় এখন 109.33 কোটিতে দাঁড়িয়েছে ৷ তবে দেশ-বিদেশ মিলিয়ে ছবির আয় দাঁড়িয়েছে 214 কোটির কিছু বেশি ৷ 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির হাত ধরে সাত বছর পর আবার কামব্যাক করলেন করণ ৷ তাঁর শেষ বড় পর্দায় কাজ ছিল 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ৷ অভিনয় করেছিলেন রণবীর কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন এবং অনুষ্কা শর্মা ৷

তারপর কেটে গিয়েছে এতগুলো বছর ৷ 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির হাত ধরে আবার নতুন বাজি খেললেন এই পরিচালক ৷ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য় হিট তকমা ছিল ভীষণ জরুরি ৷ অবশেষে সেই তকমাটিও পেয়ে গেলেন করণ ৷ ছবির বাজেট ছিল 178 কোটির মতো ৷ সেইদিক থেকে দেখতে গেলে আরও একটি উইকএন্ড সামনেই পেতে চলেছে এই ছবি ৷

আরও পড়ুন:কেকে মেননের সঙ্গে জুটি বাঁধলেন স্বস্তিকা, প্রকাশ্যে 'লাভ অল' ছবির ট্রেলার

200 কোটির ক্লাবে প্রবেশের পর ইনস্টাগ্রামে রণবীর সিং এবং আলিয়া ভাটকে ধন্য়বাদও দিয়েছেন করণ ৷ তিনি লিখেছেন, "রকি ও রানি, তোমাদের দু'জনের জন্য় আমার আলাদা আলাদা প্রেম পত্র লেখার ইচ্ছা ছিল ৷ কিন্তু আমি বলতে চাই এই প্রেম কাহিনির তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ৷ তোমার ভালোবাসা দিয়ে তোমরাই আমাকে শক্তি দিয়েছ এই ছবিটাকে এতোটা সুন্দর করে তোলার ৷" তিনি জানিয়েছেন তিনি আবারও কাজ করতে চান এই তারকা জুটির সঙ্গে ৷

ABOUT THE AUTHOR

...view details