পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

RRKPK Box Office Collection: বক্স অফিসে দুরন্ত ওপেনিং, রণবীর-আলিয়ার ফিল্মের 2 দিনে আয় 27 কোটি

দ্বিতীয় দিনে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত রকি অর রানি কি প্রেম কাহানির বক্স অফিস কালেকশন প্রথম দিনের ব্যবসাকে ছাড়িয়ে গেল । করণ জোহর পরিচালিত ছবি মুক্তির পর প্রথম দুই দিনেই 27 কোটি টাকা আয় করেছে ।

RRKPK Box Office Collection
RRKPK Box Office Collection

By

Published : Jul 30, 2023, 11:30 AM IST

হায়দরাবাদ, 30 জুলাই: 'রকি অর রানি কি প্রেম কাহানি' মুক্তির পরই ঘরোয়া বক্স অফিসে বেশ ভালো ফল করেছে ৷ প্রথম দুই দিনের মধ্যে এই ছবি আয় করেছে 27 কোটি টাকা । করণ জোহর পরিচালিত আরআরকেপিকে-র প্রধান চরিত্রে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, আলিয়া ভাট ও রণবীর সিং অভিনয় করেছেন । এছাড়াও এই ছবিতে সারা আলি খান ও অনন্যা পান্ডের স্পেশাল অ্যাপিয়ারেন্সও রয়েছে ।

বক্স অফিসে কালেকশন: ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের প্রাথমিক অনুমান অনুসারে, রকি অর রানি কি প্রেম কাহানি ভারতে 16 কোটি টাকা নেট সংগ্রহ করেছে । শনিবার হিন্দি ফিল্মের বাজারে ছবিটির সামগ্রিক 33.68% দখল ছিল । আগেই জানানো হয়েছে, এই রোমান্টিক ড্রামা প্রথম দিনেই ঘরোয়া বাজারে 11.10 কোটি টাকা আয় করেছে ।

প্রেমের গল্প: এই ছবির গল্প একটি দম্পতিকে ঘিরে আবর্তিত হয়েছে ৷ রণবীর সিং ও আলিয়া ভাট সম্পূর্ণ ভিন্ন পটভূমি এবং সংস্কৃতি থেকে এসেছেন । তাঁদের প্রেমের সম্পর্ক নিয়েই এগিয়েছে গল্প ৷ সম্পর্ককে ধরে রাখতে তাঁদের যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, তার যে আনন্দ, তা-ই তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷

আরও পড়ুন:শাবানার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে অবাক টোটা, শহরে এসে ঝরঝরে বাংলায় মাতালেন আলিয়া

খুশি প্রযোজক: ছবিটির বক্স অফিস আয় ব্যাপকভাবে সেলিব্রেট করা হয়েছে ৷ ছবির প্রযোজক সংস্থা ধর্মা প্রোডাকশন, সামাজিক মাধ্যমে তাদের উত্তেজনা ভাগ করে নিয়েছে । 2016 সালে তাঁর শেষ ছবি অ্যায় দিল হ্যায় মুশকিলের সাত বছর পর এই ফিল্মে পরিচালনায় প্রত্যাবর্তন ঘটে করণ জোহরের ৷ তাঁর এই উদ্যোগ দর্শক ও সমালোচকদের দ্বারা সমাদৃত হয়েছে ।

প্রশংস দর্শকদের: প্রধান অভিনেতাদের অনবদ্য পারফরম্যান্স ও করণ জোহরের দক্ষ নির্দেশনায়, রকি অর রানি কি প্রেম কাহানিকে এখনও পর্যন্ত বেশ পছন্দ করছেন দর্শকরা ৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর 25 তম বার্ষিকীর বছরে করণ জোহরের বিখ্যাত ফিল্মোগ্রাফিতে একটি স্মরণীয় সংযোজন রকি অর রানি কি প্রেম কাহানি ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details