হায়দরাবাদ, 31 জুলাই:কামব্যাকটা কেমন হবে করণ জোহরের ? 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'র হাত ধরে কি বক্স অফিসে সুদিন ফিরবে ? প্রশ্ন ছিল অনেক ৷ উত্তরও মিলেতে শুরু করেছে ৷ আলিয়া ভাট-রণবীর সিংহের এই ছবি ইতিমধ্যেই অনেকের প্রশংসা কুড়িয়েছে । আবার জুটেছে কটাক্ষও ৷ কিন্তু দর্শক কী বলছেন তার প্রমাণ দেয় বক্স অফিসে ৷ আর সেই বক্স অফিসে কিন্তু রবিবার বেশ কিছুটা লম্বা লাফ দিল 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ৷
এই ছবি ইতিমধ্যেই অনুরাগ কাশ্যপের মতো পরিচালকের প্রশংসা কুড়িয়েছে ৷ তিনি এই ছবিটি দু'বার হলে গিয়ে দেখেছেন বলেও জানিয়েছেন ৷ শুধু তাই নয়, তাঁর মতে করণের সব ছবির মধ্যে রকি অউর রানি কি প্রেম কাহিনি অন্যতম সেরা ৷ ছবির সংলাপ থেকে শুরু করে টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, শাবানা আজমি, জয়া বচ্চন প্রত্যেকের অভিনয়েরই প্রশংসায় করেছেন তিনি ৷ আলিয়া-রণবীরের কেমিস্ট্রি নিয়েও মুখ খুলতে ভোলেননি অনুরাগ ৷ তাঁর মতে, দু'জনেই বেশ নজর কেড়েছেন ৷