নয়াদিল্লি, 24 অগস্ট: বুধ সন্ধ্যায় চাঁদে পৌঁছেছে চন্দ্রযান ৷ বৃহস্পতিবার ঘোষণা হল 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের বিজয়ীদের নাম। তাতে বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে রকেট্রি-দ্য নাম্বি এফেক্ট। আর মাধবন পরিচালিত ও অভিনীত এই ছবি ছিনিয়ে নিল সেরার শিরোপা। গতকাল চন্দ্রযানের সাফল্যে ইসরোর জয়জয়কার ৷ আর আজ ফের ইসরোর বিজ্ঞানী নাম্বি নারায়াণনের জীবনের আধারে তৈরি করা ছবি পেল জাতীয় পুরস্কার ৷
ইসরোর প্রাক্তন বিজ্ঞানী ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার নাম্বি নারায়াণন ৷ পিএসএলভি (Polar Satellite Launch Vehicle) তৈরির দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ৷ ফলে ইসরোর এই সাফল্যের অংশীদার তিনিও ৷ গতবছর 1 জুলাই মুক্তি পেয়েছে তাঁর জীবনের ওপর তৈরি ছবিটি ৷ তাঁর সাফল্যের পাশাপাশি তাঁর উপর চরবৃত্তির অভিযোগ ওঠার কাহিনি দেখানো হয়েছে ছবিটিতে । এমনকী 'দেশদ্রোহী' তকমাও জুটেছিল তাঁর ভাগ্যে। টানা 48 দিন জেলবন্দি ছিলেন তিনি। মিথ্যা অভিযোগের জেরে নাম্বি এবং তাঁর পরিবারকে রীতিমতো অগ্নিপরীক্ষা দিতে হয়েছে। সত্যিকে সম্বল করে কীভাবে তিনি যুদ্ধ করেছিলেন তাই দেখানো হয়েছে আর মাধবনের রকেট্রি ছবিতে। নাম্বির ইসরোতে যোগ দেওয়া থেকে অসম্ভবকে সম্ভব করা সবটাই দেখানো হয়েছে এই সিনেমায় । কাল চাঁদে পা রেখেছে চন্দ্রযান, আজ তার শরিকের সাফল্য ৷ বুধের আনন্দ যেন আরও বাড়িয়ে দিল লক্ষ্মীবারের সমাপতন ৷
গতবছর দুর্দান্ত অভিনয় করেছেন আর মাধবন । দক্ষতার সঙ্গে বিজ্ঞানীর একাল এবং সেকাল ফুটিয়ে তুলেছেন তিনি । পরিচালক হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন । তাতেই সেরা ছবির পুরস্কার পেয়েছে ইসরোর বিজ্ঞানীর জীবনের ওপর তৈরি ছবিটি ৷ তাই ফের একবার ইসরোর জয়জয়কার ৷ গতকাল ভারতীয় মহাকাশ সংস্থার প্রশংসায় মুখর হয়েছিলেন খোদ প্রাক্তনী বিজ্ঞানী ৷ রকেট্রি সিনেমায় যাঁর জীবনের গল্প বলা হয়েছে সেই বিখ্যাত বিজ্ঞানী নাম্বি নারায়াণন ভারতবাসীর স্বপ্নপূরণ করার জন্য ইসরোর বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেছেন ৷