পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ryan Grantham Life Imprisonment: মা'কে হত্যার দায়ে আজীবন কারাবাস 'ডাইরি অফ আ উইম্পি কিড' খ্যাত রায়ানের - Riverdale actor Ryan Grantham killed mom

মা'কে হত্যার দায়ে আজীবন কারাবাসের সাজা হল 'রিভারডেল' এবং 'ডাইরি অফ আ উইম্পি কিড' খ্যাত অভিনেতা রায়ান গ্রান্থামের (Ryan Grantham life sentence)৷

Ryan Grantham Life Sentence
মাকে হত্যার দায়ে আজীবন কারাবাস 'ডাইরি অফ আ উইম্পি কিড' খ্য়াত রায়ানের

By

Published : Sep 23, 2022, 6:29 PM IST

Updated : Sep 23, 2022, 6:37 PM IST

লস অ্যাঞ্জেলস, 23 সেপ্টেম্বর:মাতৃ-হত্যার দায়ে আজীবন কারাবাসের সাজা হল 'রিভারডেল' এবং 'ডাইরি অফ আ উইম্পি কিড' খ্যাত অভিনেতা রায়ান গ্রান্থামের ৷ এ সময় তিনি কোনও ভাতা পাবেন না । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভ্যাঙ্কুভারের ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি ক্যাথলিন কের এই সাজা দেন (Ryan Grantham life Imprisonment) ।

লিও পুরস্কার জন্য় মনোনয়নপ্রাপ্ত অভিনেতা রায়ান গ্রান্থাম তাঁর 64 বছর বয়সি মা বারবারা হোয়াইটকে 2020 সালের 31 মার্চ মাথার পিছনে গুলি করেন (Ryan Grantham sentenced to life imprisonment) ৷ এরপর নিজেকে পুলিশের হাতে হাতে তুলে দেন এই অভিনেতা (Riverdale actor Ryan Grantham killed mom ) ৷ তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়, যাতে প্যারোল ছাড়াই তাঁকে 10 থেকে 25 বছর পর্যন্ত সাজা ভোগ করতে হয় (Ryan Grantham latest news )৷

আরও পড়ুন:আসছে বাংলা ছবি 'বয়কট', প্রকাশ পেল সিনেমার পোস্টার

খবর অনুযায়ী, মা'কে খুন করার পর অভিনেতা একটি ভিডিয়ো করে সেকথা স্বীকার করে নেন (Riverdale actor Ryan Grantham killed mom ) ৷ 24 বছর বয়সি অভিনেতার আইনজীবী ক্রিস জনসনও জানিয়েছেন, রায়ান এই রায়ে হতবাক নন (Riverdale actor life in prison) ৷ রায়ানের বিরুদ্ধে জাস্টিন ট্রুডোকে হত্যার পরিকল্পনা করারও অভিযোগ রয়েছে ৷ এই বছরের মার্চেই অভিনেতা তাঁর কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন।তিনি তাঁর এই কাজের জন্য় ক্ষমাও চান ৷ তিনি বলেন, "এটা এতটাই ভয়ংকর, যে ক্ষমা চাওয়ার কোনও অর্থ হয় না ৷ কিন্তু আমার সত্ত্বার প্রতিটি অংশ বলছে, আমি দুঃখিত ।"

Last Updated : Sep 23, 2022, 6:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details