কলকাতা, 31 জুলাই: সম্প্রতি 'গোরা 2' সিরিজে আরও একবার দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন ঋত্বিক চক্রবর্তী ৷ সেই দারুণ জার্নির রেশ কাটতে না কাটতেই পরপর আবার নতুন কতকগুলি অবতারে ধরা দিচ্ছেন অভিনেতা ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে 'আবার প্রলয়' সিরিজেও ৷ আর রাজ চক্রবর্তীর এই সিরিজের ঝলক সামনে আসতে না আসতেই অনিমেষ দত্তকে ছাপিয়ে শিরোনামে উঠে এলেন যিনি তিনি ঋত্বিক ৷ তাঁর ভণ্ড বাবাজির লুক, শাশ্বতর সঙ্গে বাঙালের ভাষায় কথোপোকথন রীতিমতো মন কাড়ল দর্শকের ৷ 'এটা তো বাঘের এলাকা...' শুধু এই ছোট্ট এই সংলাপে যেভাবে প্রচ্ছন্ন হুমকি দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি তা এককথায় অনবদ্য ৷
আগামীতে আবার তাঁকে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গেও ৷ যদিও 'পরিচিত গোরা বা একেন নয়। এরা অপরিচিত ৷' হ্য়াঁ জয়দীপ মুখোপাধ্যায়ের প্রজেক্টে এবার একসঙ্গে জুটি বাঁধছেন তাঁরা ৷ এরই মাঝে তাঁদের একটি ছবিও সামনে এসেছে ৷ যেখানে দু'জনকেই দেখা গিয়েছে চেনা ছন্দে ৷ আর এবার সামনে এল ঋত্বিকের আরও একটি নতুন সিরিজের খবর ৷ নাম 'মিস্টার কোলকেতা' ৷ পরিচালক সুরজিৎ চট্টোপাধ্যায়ের এই সিরিজের টিজার মুক্তি পেয়েছে রবিবার রাতে ৷ ইতিমধ্যেই ইউটিউবে তাঁর নতুন সিরিজের ঝলক দেখে ফেলেছেন প্রায় 27 হাজার মানুষ ৷