পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ritwick New Film: আসছে ঋত্বিকের নতুন হাসিতে মোড়া ছবি 'একটু সরে বসুন', দেখুন শ্যুটিংয়ের ঝলক - ঋত্ত্বিকের নতুন ছবি একটু সরে বসুন

কমলেশ্বর মুখোপাধ্য়ায়ের 'একটু সরে বসুন' ছবির শ্য়ুটিং নিয়ে ব্যস্ত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ৷ নিজেই শেয়ার করলেন ছবির শ্য়ুটিংয়ের কিছু ঝলক ৷

Ritwick New Film
ঋত্ত্বিকের নতুন ছবি একটু সরে বসুন

By

Published : May 17, 2023, 12:04 PM IST

Updated : May 17, 2023, 1:00 PM IST

কলকাতা, 17 মে: 'সাবাশ ফেলুদা'র পর এবার তাঁর নতুন ছবির কাজ নিয়ে মেতে উঠলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ৷ ঋত্বিককে আগামিদিনে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্য়ায়ের 'একটু সরে বসুন' ছবিতে ৷ বনফুলের গল্প অবলম্বনে সাহিত্য়ের পাতা থেকে উঠে আসতে চলেছে সিনেমাটি ৷ ছবির শ্য়ুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ শ্যুটিং পর্বেরই কিছু ঝলক বুধবার সামাজিক মাধ্যমে শেয়ার করলেন অভিনেতা ৷

অনুরাগীদের জন্য় তিনি লেখেন, "আপাতত শ্যুটিং করছি 'একটু সরে বসুন' ছবির। কমেডি ছবি। চাকরি খুঁজতে শহরে আসা একটা ছেলে আর আজকের এই বিচিত্র সময়ের গোলকধাঁধায় তার পাক খাওয়ার গল্প বলা যায়।" 'একটু সরে বসুন' ছবিতে ঋত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ঈশা সাহা, পায়েল সরকার, পাওলি দাম, রজতাভ দত্তের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ এছাড়াও রয়েছেন পরাণ বন্দোপাধ্য়ায় এবং মানসী সিনহার মতো পরিচিত মুখ ৷

ছবির প্রযোজনার দায়িত্বে বিগ ক্য়াট ফিল্মস এবং অনিন্দ্য দাশগুপ্ত ৷ গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম হতে চলেছে গুড্ডু ৷ গুড্ডু শহরের ছেলে নয় । সে বেড়ে উঠেছে মফস্বলে ৷ বেকারত্বের যন্ত্রণা, বাবা মায়ের রোজকার গঞ্জনা সহ্য করতে না পেরে সে একদিন চলে আসে শহর কলকাতায় ৷ উদ্দেশ্য কোনও রকমে একটা চাকরি খুঁজে বের করা ৷ অন্যদিকে, গুড্ডুর পিছু নিয়ে শহরে এসে পৌঁছয় প্রেমিকা পিউও ৷ তার উদ্দেশ্য, গুড্ডুকে চোখে চোখে রাখা ৷ এরপরের কথা জানতে হলে দেখতে হবে 'একটু সরে বসুন' ৷ আরও পড়ুন:'ওরম তাকিয়ো না...' জন্মদিনে ফিরে দেখা কৌশানির কিছু নজরকাড়া লুক

গুড্ডু- পিউয়ের এই প্রেম কাহিনি দর্শক কীভাবে গ্রহণ করে সেটাই এখন দেখার ৷ যদিও এই ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷ তবে শ্য়ুটিং চলেছে জোরকদমে ৷ কমলেশ্বর সাধারণত সাহিত্য় নির্ভর ছবি বানাতেই পছন্দ করেন ৷ এর আগেও তাঁর হাত ধরে 'চাঁদের পাহাড়'-এর মতো ছবি উপহার পেয়েছে বাঙালি ৷

Last Updated : May 17, 2023, 1:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details