কলকাতা, 29 অগস্ট: 'গুলদস্তা', 'টনিক', 'প্রজাপতি'র পর এবার ওটিটি-তে আসছ ঋতুপর্ণ ঘোষের 'বাড়িওয়ালি'। হইচইতে দেখা যাবে ঋতুপর্ণ ঘোষ নির্মিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'বাড়িওয়ালি'। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন ছবির অন্যতম চরিত্র মালতী থুড়ি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রী কিরণ খেরের সঙ্গে ছবির একটি দৃশ্যও শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷
তিনি লিখেছেন, "একটা ভাল খবর! বাড়িওয়ালি, পরিচালক ঋতুপর্ণ ঘোষের ছবি ৷ আমার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলির মধ্যে একটি ৷ যে চলচ্চিত্রটি আমাকে সেরা সহ-অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার এনে দিয়েছে ৷ সেই ছবি 31 অগস্ট, শুধুমাত্র হইচই-এ ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হবে।"
ওটিটি প্ল্যাটফর্মের তরফ থেকে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, "একজন নারীর সুখ দুঃখ, আশা ভরসা, গোপন অনুভূতির খবর রাখে কে? রাখতেন ঋতুপর্ণ ঘোষ। তাঁর অবিস্মরণীয় সৃষ্টি "বাড়িওয়ালি"-একটি স্বপ্ন গড়া ও ভাঙার গল্প! হইচই-এ ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার 31 অগস্ট"
2000 সালে মুক্তি পেয়েছিল প্রয়াত ঋতুপর্ণ ঘোষের এই ছবি ৷ সেই সময় এই ছবি ব্যাপক সাড়া ফেলেছিল ৷ ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান সুদীপ্তা চক্রবর্তী। বনলতা চরিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান কিরণ খের। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক বিভাগে পুরস্কার পান ঋতুপর্ণ ঘোষ। অভিনেতা অনুপম খের প্রযোজিত এই ছবিতে কিরণ খের, সুদীপ্তা চক্রবর্তী ছাড়াও অভিনয় করেন চিরঞ্জিৎ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়, চন্দন সেন, অশোক বিশ্বনাথন প্রমুখ।
আরও পড়ুন: আরও একবার 'চাঁদের পাহাড়' ! জল্পনা উসকে জানালেন পরিচালক কমলেশ্বর
এই ছবির গল্প আবর্তিত হয় বনলতা নামের একজন মধ্যবয়সী মহিলাকে কেন্দ্র করে । বিয়ের আগে তার বাগদত্তা মারা যান। পরিচারিকা মালতীর সঙ্গে পুরনো বাড়িতে একাই থাকেন বনলতা। এরপর একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা সেই বাড়িতে শুটিং করতে আসে। বনলতা একটা ছোট্ট চরিত্রে অভিনয়ও করেন সেখানে। ছবির প্রতিটি চরিত্র আলাদা করে অভিনয় দক্ষতায় নজর কেড়ে নেন ৷ 'বাড়িওয়ালি' ছবিতে সঙ্গীতের দায়িত্বে ছিলেন দেবজ্যোতি মিশ্র ৷ সেই সময়ে ওটিটি প্ল্যাটফর্ম ছিল না ৷ প্রেক্ষাগৃহে গিয়ে অনেকেই এই সিনেমা দেখা থেকে বঞ্চিত ছিলেন ৷ এবার সকলের জন্য দীর্ঘ 23 বছর পর আসছে 'বাড়িওয়ালি' ৷