কলকাতা, 6 এপ্রিল :'ইন্ডি রয়্যাল মিস মিসেস ইন্ডিয়া' এমন একটি শো যা ভারতের বিভিন্ন সংস্কৃতির নারীদের প্রকৃত শক্তি এবং সৌন্দর্য প্রতিফলিত করে । শুধু সৌন্দর্য নয়, নারীর ক্ষমতায়ন এবং উত্থানকে চিহ্নিত করে এই শো ৷ যা বছরের পর বছর ধরে অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রোফাইল থেকেই স্পষ্ট জানা যায় । প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে এবার পালা গ্র্যান্ড ফিনালের ।
চুড়ান্ত পর্বের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বাইপাস সংলগ্ন এক ঝাঁ চকচকে পাঁচতারা হোটেলে । এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta in Indie Royal Miss Mrs India 2022 Grand Final)। বিজয়ীকে মুকুট পরিয়ে দেবেন তিনিই । সিঙ্গাপুর থেকে প্রতিযোগীদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অভিনেত্রী । ১০ এপ্রিলের রাতে কলকাতা সাক্ষী হবে 'ইন্ডি রয়্যাল মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া ২০২২'-এর গ্র্যান্ড ফিনালের । কে হবেন সৌন্দর্যের রাজকন্যা এবং সম্রাজ্ঞী, কল্লোলিনী এখন তারই প্রতীক্ষায় ।
উল্লেখ্য, 'ইন্ডি রয়্যাল মিস -মিসেস ইন্ডিয়া সিজন সেভেন' নিছকই সৌন্দর্য প্রতিযোগিতা নয় । এই শো-তে যাঁরা অংশগ্রহণ করেন তাঁরা স্ব স্ব ক্ষেত্রে স্বপ্রতিভ । কেউ আসেন তথ্য প্রযুক্তির পেশা থেকে, কেউ বা আসেন আইনের পেশা থেকে, কেউ শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো পেশা থেকে । কেউ আবার হোমমেকার । এবারেও অন্যথা হয়নি তার । এই মঞ্চ মেধা আর সৌন্দর্যের পুজো করে আসছে প্রতিবছর । এই মঞ্চ সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বয়স নির্ধারণ করে না । শুধু চাই আত্মবিশ্বাস ।
কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে 'ইন্ডি রয়্যাল মিস মিসেস ইন্ডিয়া ২০২২'-এর গ্র্যান্ড ফিনালে আরও পড়ুন : খুন, যৌনতা, পরকীয়া নয় ; ওয়েবে এবার শুধুই এক মায়ের গল্প
বিগত ৬ বছর ধরে নানা ক্ষেত্রের মহিলাদের ফ্যাশন আর গ্ল্যামার দুনিয়ায় পরিচয় করিয়ে দিয়েছে। এই প্রতিযোগিতার বিজয়িনীরা পাটায়ায় 'মিস-মিসেস ইন্টারন্যাশনাল' প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন । পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় এবং মিউজিক ভিডিয়োয় কাজ করার সুযোগও পাবেন তাঁরা । ১০ এপ্রিলের সন্ধ্যায় সেরাদের বেছে নিতে উপস্থিত থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । তিনি বলেন, ‘‘প্রতিবছরের মতো এই বছরও এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে আমি খুশি।’’