পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rituparna Sengupta : সৌন্দর্য প্রতিযোগিতার গ্র‍্যান্ড ফিনালের প্রধান অতিথি ঋতুপর্ণা, বিজয়ীকে মুকুট পরাবেন তিনিই - ইন্ডি রয়্যাল মিস মিসেস ইন্ডিয়া ২০২২ এর গ্র‍্যান্ড ফিনালের প্রধান অতিথি ঋতুপর্ণা সেনগুপ্ত বিজয়ীকে মুকুট পরাবেন তিনিই

আগামী 10 এপ্রিল কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে 'ইন্ডি রয়্যাল মিস মিসেস ইন্ডিয়া 2022'-এর গ্র‍্যান্ড ফিনালে । প্রধান অতিথি ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta in Indie Royal Miss Mrs India 2022 Grand Final)৷ বিজয়ীকে মুকুট পরাবেন তিনিই ৷

Indie Royal Miss Mrs India 2022 Grand Final
'ইন্ডি রয়্যাল মিস মিসেস ইন্ডিয়া ২০২২'-এর গ্র‍্যান্ড ফিনালের প্রধান অতিথি ঋতুপর্ণা সেনগুপ্ত, বিজয়ীকে মুকুট পরাবেন তিনিই

By

Published : Apr 6, 2022, 2:24 PM IST

কলকাতা, 6 এপ্রিল :'ইন্ডি রয়্যাল মিস মিসেস ইন্ডিয়া' এমন একটি শো যা ভারতের বিভিন্ন সংস্কৃতির নারীদের প্রকৃত শক্তি এবং সৌন্দর্য প্রতিফলিত করে । শুধু সৌন্দর্য নয়, নারীর ক্ষমতায়ন এবং উত্থানকে চিহ্নিত করে এই শো ৷ যা বছরের পর বছর ধরে অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রোফাইল থেকেই স্পষ্ট জানা যায় । প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে এবার পালা গ্র‍্যান্ড ফিনালের ।

চুড়ান্ত পর্বের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বাইপাস সংলগ্ন এক ঝাঁ চকচকে পাঁচতারা হোটেলে । এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta in Indie Royal Miss Mrs India 2022 Grand Final)। বিজয়ীকে মুকুট পরিয়ে দেবেন তিনিই । সিঙ্গাপুর থেকে প্রতিযোগীদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অভিনেত্রী । ১০ এপ্রিলের রাতে কলকাতা সাক্ষী হবে 'ইন্ডি রয়্যাল মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া ২০২২'-এর গ্র্যান্ড ফিনালের । কে হবেন সৌন্দর্যের রাজকন্যা এবং সম্রাজ্ঞী, কল্লোলিনী এখন তারই প্রতীক্ষায় ।

উল্লেখ্য, 'ইন্ডি রয়্যাল মিস -মিসেস ইন্ডিয়া সিজন সেভেন' নিছকই সৌন্দর্য প্রতিযোগিতা নয় । এই শো-তে যাঁরা অংশগ্রহণ করেন তাঁরা স্ব স্ব ক্ষেত্রে স্বপ্রতিভ । কেউ আসেন তথ্য প্রযুক্তির পেশা থেকে, কেউ বা আসেন আইনের পেশা থেকে, কেউ শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো পেশা থেকে । কেউ আবার হোমমেকার । এবারেও অন্যথা হয়নি তার । এই মঞ্চ মেধা আর সৌন্দর্যের পুজো করে আসছে প্রতিবছর । এই মঞ্চ সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বয়স নির্ধারণ করে না । শুধু চাই আত্মবিশ্বাস ।

কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে 'ইন্ডি রয়্যাল মিস মিসেস ইন্ডিয়া ২০২২'-এর গ্র‍্যান্ড ফিনালে

আরও পড়ুন : খুন, যৌনতা, পরকীয়া নয় ; ওয়েবে এবার শুধুই এক মায়ের গল্প

বিগত ৬ বছর ধরে নানা ক্ষেত্রের মহিলাদের ফ্যাশন আর গ্ল্যামার দুনিয়ায় পরিচয় করিয়ে দিয়েছে। এই প্রতিযোগিতার বিজয়িনীরা পাটায়ায় 'মিস-মিসেস ইন্টারন্যাশনাল' প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন । পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় এবং মিউজিক ভিডিয়োয় কাজ করার সুযোগও পাবেন তাঁরা । ১০ এপ্রিলের সন্ধ্যায় সেরাদের বেছে নিতে উপস্থিত থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । তিনি বলেন, ‘‘প্রতিবছরের মতো এই বছরও এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে আমি খুশি।’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details