কলকাতা, 16 সেপ্টেম্বর:কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনেই (Sarat Chandra Chattopadhyay Birth Anniversary) হাজির হল নির্মল চক্রবর্তী পরিচালিত বাংলা ছবি 'দত্তা'র ফার্স্ট লুক । এই নিয়ে তিন বার শরৎচন্দ্রের ‘দত্তা’ দর্শকের দরবারে (Dutta First Look)।
প্রথমবার দত্তার নায়িকা বিজয়ার চরিত্রে অভিনয় করেন সুনন্দা দেবী । এর পর দ্বিতীয়বার পরিচালক অজয় কর তৈরি করেন ‘দত্তা’। তাঁর বিজয়া ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন । আর এ বার তৃতীয় বার বড় পর্দায় আসছে ‘দত্তা’। প্রথম দুটি সাদা-কালোয় । এ বার রঙিন হতে চলেছে 'দত্তা'। এ বার বিজয়ার চরিত্রে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আসন্ন এই ছবির ফার্স্টলুক পোস্টার মুক্তি পেল বৃহস্পতিবার, শরৎচন্দ্রের জন্মদিবসের কথা মাথায় রেখেই ।
ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রদীপ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, দেবলীনা কুমার প্রমুখ । প্রসঙ্গত, পরিচালক হিসেবে নির্মল চক্রবর্তীর এটি প্রথম ছবি । সুদীর্ঘকাল ধরে তিনি ঋতুপর্ণার ভালো বন্ধু ৷ তাই বন্ধুর প্রথম ছবির প্রযোজনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে সকলের প্রিয় ঋতুদি ।