কলকাতা, 29 অগস্ট: আজ সত্যজিতের 'জন অরণ্য'র নায়ককে হারিয়েছে বাঙালি (Pradip Mukherjee Dies Due to Lung Infection)। ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন প্রখ্যাত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় । অসুস্থ অবস্থাতেই প্রতিশ্রুতিমতো কাজ করে গিয়েছেন 'দত্তা' ছবিতে(Pradip Mukherjee Last Film) । এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ।
গত 13 অগস্ট অবধি শ্যুটিং করেছেন অভিনেতা । 11 অগস্ট তাঁর জন্মদিন সেলিব্রেট করা হয় ফ্লোরে । সেদিন খুব খুশি হয়েছিলেন তিনি, জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna on Pradip Mukherjee)। অভিনেত্রী এদিন বলেন, "জীবনের শেষ দিন অবধি কাজ করে গেলেন প্রদীপদা । আমি ওঁর সঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করেছি । 'দহন', 'মন্দ মেয়ের উপাখ্যান', 'ছুটি', 'দ্য পার্সল', 'দত্তা'-সহ আরও বেশ কিছু ছবিতে কাজ করেছি ওঁর সঙ্গে । ডেডিকেশন কাকে বলে তা প্রদীপদাকে দেখলেই জানা যায় । নিজেকে এত সুন্দর ভাবে মেলে ধরতেন যা ছিল দেখার মতো । কত ভাল ভাল কাজ করে গিয়েছেন মানুষটা । একাগ্রতা, কাজের স্পৃহা, যে কোনও ক্রাইসিসকে হ্যান্ডল করার অসামান্য দক্ষতা ছিল প্রদীপদার মধ্যে ৷"
কীভাবে প্রতিশ্রুতি রক্ষা করতে হয় সত্যিই ওনার কাছে শেখার । প্রয়াত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়কে নিয়ে বলতে গিয়ে এভাবেই আবেগে ভাসলেন তাঁর শেষ ছবির সহ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণা আরও বলেন, "দত্তার শ্যুটিং-এর আগে থেকেই বেশ অসুস্থ ছিলেন। সমস্তভাবে আমরা চেষ্টা করেছি যাতে দাদাকে কমফর্ট দেওয়া যায়। কাজটা করবেন কথা দিয়েছিলেন পরিচালক নির্মল চক্রবর্তীকে । কথা রেখেছেন প্রদীপদা। শ্যুটিং কমপ্লিট করে তারপরে ছুটি নিয়েছেন । কীভাবে প্রতিশ্রুতি রক্ষা করতে হয় সত্যিই ওঁর কাছে শেখার ।" স্মৃতিতে ভেসে অভিনেত্রী জানান, শেষ তিনটে ছবি ওঁর সঙ্গে করেছেন তিনি। 'দত্তা' শ্যুটিং-এর সময় কত গল্প করেছেন । প্রদীপ দা'র গলায় অদ্ভুত ব্যঞ্জনা ছিল, যা সবার থেকে আলাদা ।
আরও পড়ুন:ডাবিং সেরে গেলেন না প্রদীপদা, আবেগে ভাসলেন দত্তার পরিচালক নির্মল চক্রবর্তী
আগেই ইটিভি ভারতের তরফে আমরা যোগাযোগ করেছিলাম 'দত্তা' ছবির পরিচালক নির্মল চক্রবর্তীর সঙ্গে ৷ তিনিও বলেন, "তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো । শরীর ঠিক নেই আমার...সত্যজিৎ রায়ের ছবি দিয়ে প্রদীপদার অভিনয়ের কেরিয়ার শুরু । কিন্তু এতটুকু অহংকার ছিল না । আমি কী রকমভাবে চাইছি চরিত্রটা সেটা জেনে নিতেন বারবার । তারপর শট দিতেন । গুরুত্ব দিতেন একজন নবীন পরিচালককেও (Director Nirmal Chakroborty on Pradip Mukherjee)।"