পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rituparna on FIFA World Cup: সবুজ মাঠে ঋতুপর্ণার পছন্দের নায়ক মেসি, ভালোবাসেন নেইমার-রোনাল্ডোকেও - সবুজ মাঠে ঋতুপর্ণার পছন্দের নায়ক মেসি

ফুটবল বিশ্বকাপ নিয়েও সমান উৎসাহ রয়েছে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তর। তাঁর ভালোবাসা মেসিদের প্রতি । অভিনেত্রী বলেন, "আমি মেসির একজন বড় অনুরাগী । তাই ওদের সমর্থন করি আমি । পাশাপাশি জার্মানি, ব্রাজিল আর ইটালিকেও সমর্থন করছি এবার (Rituparna Sengupta on Fifa World Cup 2022) ।"

Etv Bharat
সবুজ মাঠে ঋতুপর্ণার পছন্দের নায়ক মেসি, ভালোবাসেন ব্রাজিল-ইটালিকেও

By

Published : Nov 25, 2022, 9:46 AM IST

কলকাতা,25 নভেম্বর: সারা বিশ্বের চোখ এখন যেদিকে, শত ব্যস্ততার মাঝে সেদিকে চোখ রাখেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনিও সময় পেলে দেখেন ফুটবল বিশ্বকাপ । এখন তিলোত্তমা আক্রান্ত ফুটবল জ্বরে ৷ তিনিও তার ব্যতিক্রম নন ৷ ব্রাজিল, আর্জেন্টিনা নাকি অন্য কোনও দল? ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হয় কার ভক্ত তিনি (Rituparna Sengupta on Fifa World Cup 2022)?

অভিনেত্রী বলেন, "আমি মেসির একজন বড় অনুরাগী । তাই আর্জেন্টিনাকে সমর্থন করি আমি । তবে, শুধু আর্জেন্টিনাকে নয়, জার্মানি আর ইটালিকেও সমর্থন করছি এবার । আসলে নিজের দেশ যেহেতু খেলে না তাই আমার দেশই জিতুক সেই নিয়ে কোনও চাহিদার অবকাশ নেই । ফলে, ভাল খেলাটা দেখতে চাই পছন্দের দলগুলির কাছ থেকে (Rituparna Sengupta on Messi)।"

ফুটবলপ্রেমী অভিনেত্রী আরও জানান, ব্রাজিলও তাঁর পছন্দের টিম । নেইমারের খেলা ভাল লাগে তাঁর । ফেভারিট পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। সুতরাং বিশ্ব ফুটবলের একাধিক দলের খেলা দেখতে পছন্দ করেন তিনি । তবে, মনে মনে একটু হলেও বেশি সাপোর্ট করেন আর্জেন্টিনাকে । অর্থাৎ একটু বেশি ভাল লাগা কাজ করে এই দলটিকে ঘিরে (Rituparna Sengupta Loves Argentina)। আর কলকাতা মানেই তো বিশ্বকাপে হয় নীল সাদা নয়তো সবুজ-হলুদ ৷ তবে হ্যাঁ একথা বললে নিশ্চই ভুল বলা হবে না যে জার্মানি এবং অন্যান্য দলের সমর্থকও কিছু কম নেই বঙ্গে ৷

আরও পড়ুন:কোয়ার্টার ফাইনালের মঞ্চে প্রসেনজিৎ, নেবেন কনিষ্ঠ প্রতিযোগীর অটোগ্রাফ

প্রসঙ্গত, টলিকুইনের ফিল্মি কেরিয়ারের অন্যতম নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও সমর্থিত দল আর্জেন্টিনা । আর আজ 25 নভেম্বর মুক্তি পাচ্ছে তাঁদের জুটিতে নতুন ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা '। ঋতুপর্ণা অভিনীত 'মহিষাসুরমর্দ্দিনী'ও মুক্তি পাচ্ছে আজই । দু'টি ছবি নিয়েই আশাবাদী অভিনেত্রী । মুক্তির অপেক্ষায় অভিনেত্রী আরও কয়েকটি ছবি । যেমন 'আমার লবঙ্গলতা', 'মায়াকুমারী', 'ছুটি' ইত্যাদি । সেগুলির রিলিজ নিয়েও এই মুহূর্তে বেশ উৎসাহিত অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details