পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

BTS Pics From Datta: ক্যামেরার পিছনে ঋতুপর্ণা, 'দত্তা' ছবির স্মৃতিতে ডুব নায়িকার

'দত্তা' ছবিতে বিজয়ার চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে । ছবির শ্য়ুটিংয়ের একটি পুরোনো ছবি শুক্রবার শেয়ার করলেন নায়িকা ।

Rituparna Sengupta Shares BTS Pics From Datta
দত্তা ছবিতে বিজয়ার চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা

By

Published : Apr 21, 2023, 1:20 PM IST

কলকাতা, 21 এপ্রিল:কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্তর 'আকরিক' ছবিটি । তথাগত ভট্টাচার্য পরিচালিত এই ছবিতে স্ক্রিনশেয়ার করেছেন ভিক্টর বন্দোপাধ্যায়ের সঙ্গে । ছবিতে তাঁর অভিনয় বেশ নজর কেড়েছে সকলের । একইসঙ্গে ঋতুপর্ণা এখন চর্চায় রয়েছেন তাঁর আসন্ন ছবি 'দত্তা' নিয়েও । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে তৈরি এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল বেশ কয়েকবছর আগেই । শেষ হয়েছে ছবির কাজ । সম্ভবত আগামী কয়েক মাসের মধ্য়েই মুক্তি পেতে চলেছে ছবিটি । এবার ছবির সেট থেকে একটি পুরোনো ছবি শেয়ার করলেন নায়িকা।

'দত্তা' ছবিতে বিজয়ার চরিত্রে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা । কখনও সুনন্দা দেবী আবার কখনও মহানায়িকা সুচিত্রা সেন অভিনয় করেছেন এই চরিত্রে । বিজয়া চরিত্রে তাঁদের অভিনয় গেঁথে রয়েছে মানুষের মনে । তাই এই চরিত্রে ঋতুপর্ণা কীভাবে নিজেকে মেলে ধরেন সেটাই দেখার । এবার ছবির সেট থেকে পুরোনো একটি ছবি শেয়ার করলেন ঋতুপর্ণা । যেখানে তাঁকে দেখা গেল ক্যামেরার পিছনে । ছবি শেয়ার করে এদিন নায়িকা লেখেন, "দত্তার সেট থেকে । ক্য়ামেরার পিছনের দৃশ্য় ।"

ছবির পরিচালনার দায়িত্বে নির্মল চক্রবর্তী। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছেন । দীর্ঘদিন ধরেই তিনি ঋতুপর্ণার একজন খুব কাছের মানুষ নির্মল। এই ছবিতে ঋতু ছাড়াও অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, প্রদীপ মুখোপাধ্য়ায়, দেবলীনা কুমার, বিশ্বজিৎ চক্রবর্তী এবং সাহেব চট্টোপাধ্য়ায়ের মতো তাবড় অভিনেতা-অভিনেত্রীরা ।

ঋতুপর্ণার প্রযোজনাতেই মুক্তি পেতে চলেছে 'দত্তা' । এই ছবিটি নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা । 'দত্তা' ছাড়াও আরও একটি কাজের জন্য় ঋতুপর্ণাকে নিয়ে আলোচনা চলছে । ছবিটির নাম হল শিকার । এই ছবিতে ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করতে চলেছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান । কয়েকদিন আগেই যশ জানিয়েছিলেন গরমের তীব্র দাবদাহের মধ্য়েই এই ছবির কাজ শুরু হয়ে গিয়েছে ।

আরও পড়ুন:প্রথম দিনেই 18 কোটি আয় করতে পারে সলমনের নতুন ছবি, মত বিশেষজ্ঞদের

ABOUT THE AUTHOR

...view details