পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ritabhari New Film: অরিত্রর পর এবার মৈনাক, নতুন ছবির শুটিং শেষ করলেন ঋতাভরী - নতুন ছবির শুটিং শেষ করলেন ঋতাভরী

মৈনাক ভৌমিকের 'গৃহস্থ' ছবির শুটিং শেষ করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ৷ এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আরিয়ান ভৌমিককে ৷

Ritabhari Chakraborty  Mainak Bhaumik Wrap up New Film Grihosto
নতুন ছবির শুটিং শেষ আরিয়ান ঋতাভরীর

By

Published : Jul 5, 2023, 10:01 AM IST

কলকাতা, 5 জুলাই:নতুন ছবির শুটিং শেষ করলেন ঋতাভরী চক্রবর্তী ৷ 'ফাটাফাটি' ছবিতে ফুল্লরা চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে ৷ মোটা হলে জীবন যে থেমে যায় না, সেকথাই প্রমাণ করে ছবিটি ৷ আর ছবিটিকেও বাংলার মানুষ ফাটাফাটি ভালোবাসা দিয়েছেন । তার প্রমাণ মিলেছে সিনেমা হলে ৷ 50 দিন পেরিয়ে এখনও সমান তালে দর্শকের মন জয় করে চলেছে এই সিনেমা ৷ এমনই আবহে বুধবার তাঁর নতুন ছবির কাজ শেষ করে ফেললেন অভিনেত্রী ৷

আগামী দিনে ঋতাভরীকে দেখা যাবে মৈনাক ভৌমিকের 'গৃহস্থ' ছবিতে ৷ পরিচালকের ঝুলিতে রয়েছে 'টেক ওয়ান', 'একান্নবর্তী', 'বিবাহ ডায়েরিজ', 'মিনি','চিনি'-র মতো জনপ্রিয় সব কাজ ৷ এহেন মৈনাক এবার জুটি হিসাবে বেছে নিয়েছেন ঋতাভরী চক্রবর্তী এবং আরিয়ান ভৌমিককে ৷ সেই ছবিরই শুটিং শেষ হল লন্ডনে ৷ বুধবার সেট থেকে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন নায়িকা ৷ তার একটিতেদেখা গিয়েছে তাঁর কপালে লেগে রয়েছে নকল রক্তের দাগও ৷ আবার একটি ছবিতে টিমের সঙ্গে কেক নিয়ে মেতে উঠতে দেখা গিয়েছে ঋতাভরীকে ৷ পরিচালকের সঙ্গেও একাধিক ছবি এদিন শেয়ার করেছেন নায়িকা ৷

ছবির কাজে লন্ডনে ঋতাভরী

ক্যাপশনে তিনি লিখেছেন, "মৈনাক ভৌমিকের নতুন ছবি গৃহস্থ-র শুটিং শেষ হল ৷ মৈনাকদার কাছে এই ছবির জন্য় যে ভালোবাসা পেয়েছি তা প্রকাশ করার কোনও ভাষা আমার জানা নেই ৷ আরও একটা চ্যালেঞ্জিং চরিত্র আর পুরো দায়িত্বটাই আমার কাঁধে ৷ তবে আমরা একসঙ্গে যা কাজ করেছি তার জন্য এখনই বেশ গর্ব হচ্ছে ৷ এটা সবদিক থেকে একেবারে আলাদা ৷ আপনারা এভাবে আমাকে কখনও দেখেননি ৷"
আরও পড়ুন:বন্দুক হাতে অন্য 'মায়া'র জালে রাহুল বন্দ্যোপাধ্যায়, শুনল ইটিভি ভারত

লন্ডনে বেশ কিছুদিন ধরেই এই ছবির শুটিং করছিলেন ঋতাভরী ৷ তার মাঝে বিভিন্ন ফটোশুটও করেছেন তিনি ৷ তার সোশাল মিডিয়ার টাইমলাইনে গেলেই দেখা যাবে সেইসব ঝলক ৷ মৈনাকের এই ছবির সঙ্গে যুক্তি রয়েছেন মধুজা ভৌমিকও ৷ তবে কবে ছবিটি পর্দায় আসতে চলেছে তা অবশ্য় এখনও জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details