মুম্বই, 16 ফেব্রুয়ারি:ফের একবার 'কান্তারা' স্টার ঋষভ শেট্টির জয়জয়কার ৷ এবার দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে মোস্ট প্রমিসিং অ্যাকটরের অ্যাওয়ার্ড পেতে চলেছেন দক্ষিণ ভারতের এই অভিনেত ৷ গতবছর রীতিমতো দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছিল 'কান্তারা' ছবিটি ৷ স্বল্প বাজেটের এই ছবি যেমন ব্যবসা করেছিল প্রেক্ষাগৃহগুলিতে তেমনই প্রশংসা কুড়িয়েছিল সমালোচকদেরও ৷ আর এবার এই কন্নড় অভিনেতা আরও একবার সম্মানিত হলেন (Rishab Shetty Wins The Most Promising Actor Award)৷
পুরস্কারের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সেন্সর বোর্ডের সদস্য তথা দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালের সিইও অভিষেক মিশ্র ৷ ঋষভ এখন ব্যস্ত 'কান্তারা 2' ছবির কাজ নিয়ে ৷ তবে তিনি আগেই জানিয়েছেন, তিনি কোনও সিক্যুয়াল নয় বরং একটি প্রিক্যুয়াল তৈরি করতে চলেছেন ৷ অর্থাৎ কান্তারা ছবিতে যে গল্প সামনে এসেছে তারই অতীত উঠে আসবে এবার ৷ প্রসঙ্গত এবারের দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল 20 ফেব্রুয়ারি মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে ৷