পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rishab Shetty New Award: দাদা সাহেব ফালকে পুরস্কারের মঞ্চে সম্মানিত হতে চলেছেন ঋষভ - দাদা সাহেব ফালকের মঞ্চে সম্মানিত হতে চলেছেন ঋষভ

দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে মোস্ট প্রমিসিং অ্যাকটরের অ্যাওয়ার্ড জিতে নিলেন ঋষভ শেট্টি ৷ 20 ফেব্রুয়ারি মুম্বইতে আয়োজিত হবে এই অনুষ্ঠান (Rishab Shetty Wins The Most Promising Actor Award ) ৷

Rishab Shetty New Award
দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে মোস্ট প্রমিসিং অ্যাকটরের অ্যাওয়ার্ড জিতে নিলেন ঋষভ শেট্টি

By

Published : Feb 16, 2023, 12:02 PM IST

মুম্বই, 16 ফেব্রুয়ারি:ফের একবার 'কান্তারা' স্টার ঋষভ শেট্টির জয়জয়কার ৷ এবার দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে মোস্ট প্রমিসিং অ্যাকটরের অ্যাওয়ার্ড পেতে চলেছেন দক্ষিণ ভারতের এই অভিনেত ৷ গতবছর রীতিমতো দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছিল 'কান্তারা' ছবিটি ৷ স্বল্প বাজেটের এই ছবি যেমন ব্যবসা করেছিল প্রেক্ষাগৃহগুলিতে তেমনই প্রশংসা কুড়িয়েছিল সমালোচকদেরও ৷ আর এবার এই কন্নড় অভিনেতা আরও একবার সম্মানিত হলেন (Rishab Shetty Wins The Most Promising Actor Award)৷

পুরস্কারের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সেন্সর বোর্ডের সদস্য তথা দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালের সিইও অভিষেক মিশ্র ৷ ঋষভ এখন ব্যস্ত 'কান্তারা 2' ছবির কাজ নিয়ে ৷ তবে তিনি আগেই জানিয়েছেন, তিনি কোনও সিক্যুয়াল নয় বরং একটি প্রিক্যুয়াল তৈরি করতে চলেছেন ৷ অর্থাৎ কান্তারা ছবিতে যে গল্প সামনে এসেছে তারই অতীত উঠে আসবে এবার ৷ প্রসঙ্গত এবারের দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল 20 ফেব্রুয়ারি মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে ৷

উল্লেখ্য়, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেন ঋষভ ৷ সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশকিছু ছবিও শেয়ার করেছেন তিনি ৷ আর একইসঙ্গে জানিয়েছেন, কন্নড় ছবি নিয়ে তাঁর সঙ্গে মোদিজির আলোচনা হয়েছে ৷ তিনি খুবই মন দিয়ে সেইসব কথা শুনেছেন ৷ একইসঙ্গে ভারতীয় সংস্কৃতি নিয়ে এমন একটি সুন্দর ছবি তৈরির জন্য় তিনি তাঁকে ধন্যবাদও দিয়েছেন ৷

আরও পড়ুন:ছবির প্রচারে আবার তিলোত্তমায় কার্তিক, শহর দেখলেন হলুদ ট্যাক্সিতে

প্রসঙ্গত, এর আগেও দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন দক্ষিণী অভিনেতারা ৷ যশ তাঁর 'কেজিএফ' ছবির জন্য এই পুরস্কার জিতে নিয়েছিলেন ৷ আবার অন্যদিকে সুদীপও দাবাং ছবিতে তাঁর অভিনয়ের জন্য এই পুরস্কারে সম্মানিত হন ৷ আর এবার এই তালিকায় যুক্ত হল ঋষভের নাম ৷ অভিনেতার এই পুরস্কার জয়ে স্বভাবতই খুশি তাঁর অনুরাগীরা ৷ প্রসঙ্গত, ঋষভের কান্তারা ছবিটি মুক্তি পাওয়ার পর একশো দিনেরও বেশি সময় কেটে গিয়েছে ৷ 16 কোটির বাজেটে তৈরি এই ছবি বিশ্বব্যাপী আয় করেছিল মোট 400 কোটি টাকা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details