কলকাতা, 9 মার্চ: তাহলে কি টলিউডের অন্দরে বিভাজন! দুর্নীতিকাণ্ডে (SSC Scam) ধৃত যুব তৃণমূল নেতা কুন্তলের ব্যাংকের নথিতে অভিনেতা বনির নাম পাওয়া গিয়েছে। আর সে নিয়েই কি বনির দিকে আঙুল তুললেন ঋদ্ধি (Tollywood Actor Riddhi Sen)? বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় 'বাংলা ছবির ভবিষ্যৎ বর্তমানে ইডি'র দরবারে'...এমন লিখে পোস্ট করলেন কৌশিক-পুত্র ঋদ্ধি ৷
এদিন সোশাল মিডিয়ায় ঋদ্ধি লেখেন, "সাক্ষাৎকারে গম্ভীর / উদ্বিগ্ন মুখে বাংলা ছবির ভবিষ্যৎ, পাশে দাঁড়ানো, সিঙ্গেল স্ক্রিনকে ফিরিয়ে আনার গুরু দায়িত্ব নিয়ে বাণী দেবেন, দর্শক শুনছেন ৷ তাদের অভিনয় কেন ভালো লাগে না সেই নিয়ে অভিমান করবেন, দর্শক শুনছেন ৷ পরের পর একই গল্প নিয়ে ছবি করে যাচ্ছেন এবং মানতে চাইছেন না যে ছবিগুলো তারা বানাতে পারছেন না, তাই নিয়ে সাক্ষাৎকারে চোখ রাঙাচ্ছেন, দর্শক শুনছেন।" এর পরেই ঋদ্ধির সাফ বক্তব্য, "তারপর হঠাৎ একদিন বাংলা ছবির ভবিষ্যৎ বর্তমানে ইডির (ED)-র দরবারে প্রবেশ পেলেন, এইবার দর্শক অবশেষে দেখছেন।"
ঋদ্ধি সেনের এই মন্তব্যের পর কি এটা বলা যায় যে, টলিউডের অন্দরে বিভাজন ? প্রসঙ্গত, করোনার পর থেকে কি টলিউড বা বলিউড একাধিক অভিনেতা বারবারই দর্শককে বলেছেন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে ৷ একই সঙ্গে টলি অভিনেতা-অভিনেত্রীরা আবেদন করেছেন বাংলা ছবির পাশে দাঁড়াতে। তাতে ব্য়াতিক্রম নন বনি সেনগুপ্তও। তবে একথা বলা যায়, বিগত দু'বছরে বনির মুক্তিপ্রাপ্ত কোনও ছবিকেই সুপারহিট বলা যায় না। সে কারণেই কি ঋদ্ধির তির্যক মন্তব্য ? কিন্তু নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ মারফত বনি সেনগুপ্ত'র নাম জড়াতেই আজ সারাদিন তিনি শিরোনামে ৷ আর তাতেই কি ফের দর্শককে টেনে খোঁচা ঋদ্ধির ?
আরও পড়ুন:কুন্তলের থেকে টাকা নিয়েছেন, স্বীকার করলেন বনি; এখনও চলছে জেরা
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাংকের নথিতে বনির নাম পাওয়া গিয়েছে। সেই কারণে বৃহস্পতিবারই অভিনেতাকে ইডির কাছে হাজিরা দিতে যেতে হয়েছিল তাঁকে। আর তা নিয়েই কি তরুণ টলিনেতার খোঁচা 'বাংলা ছবির ভবিষ্যৎ বর্তমানে ইডি'র দরবারে' ৷ অন্যদিকে, এদিন ইডি অফিস থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনি জানান, তাঁর সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই । 35 থেকে 40 লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল। তা গাড়ি কেনার পরিকল্পনা ছিল তাঁর ৷