কলকাতা, 12 মে: প্রয়াত কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ বিশিষ্ট সংগীতশিল্পী কল্যাণী কাজী । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর । তাঁর সুরহৃদ্ধ কণ্ঠে অসামান্য গায়কীতে নজরুল গীতি, দীর্ঘকাল শ্রোতার মনোরঞ্জন করে এসেছে । তাঁর সঙ্গে এক মঞ্চে বহুবার গান গেয়েছেন পঞ্চকবির কন্যা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। প্রয়াত শিল্পীর স্মৃতিচারণ এই শিল্পী ।
দীর্ঘদিন ধরেই ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন সংগীতশিল্পী কল্যাণী কাজী । কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । তাঁর ছাত্রছাত্রীরা সকলেই শোকাহত । দুই পুত্র এবং এক কন্যাকে রেখে গেলেন শিল্পী কল্যানী । মাত্র 18 বছর বয়সে তাঁর বিয়ে হয় কাজী অনুরুদ্ধর সঙ্গে । সেই সূত্র ধরেই পেয়েছেন নজরুলের সান্নিধ্য । ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় বলেন, "মধুসূদন দত্ত'র ভাষাতেই বলতে হয়, একে একে নিভিছে দেউটি...। মাথার উপর থেকে ছাদ সরে যাচ্ছে আমাদের। ওঁনার মেয়ে আমার বন্ধু। সেই সূত্রে বহুবার ওঁনার বাড়িতে গিয়েছি। দেখা হয়েছে। ওঁনার হাতের রান্না খেয়েছি। তাই আমার অনেক প্রাপ্তি ঘটেছে ওঁনার কাছ থেকে।"