লস অ্যাঞ্জেলস, 6 ফেব্রুয়ারি:তৃতীয়বার গ্র্যামি পুরস্কার জিতলেন সঙ্গীত পরিচালক রিকি কেজ ৷ তাঁর পুরস্কার জয়ী অ্যালবামের নাম 'ডিভাইন টাইডস' (Music composer Ricky Kej wins third Grammy Award )৷ ভারতীয় বংশোদ্ভুত এই পরিচালক তাঁর এই পুরস্কার ভাগ করে নিলেন ব্রিটিশ রক ব্যান্ড দ্য পুলিশ-এর ড্রামার স্টুয়ার্ট কোপেল্যান্ডের সঙ্গে ৷ এই বিশেষ অ্যালবামের জন্য় স্টুয়ার্টের সঙ্গে জুটি বেঁধেছিলেন রিকি ৷ বেস্ট ইম্প্রেসিভ অডিয়ো অ্যালবাম বিভাগে পুরস্কার জয় করল এই অ্যালবামটি ৷
এবার এই পুরস্কারের জন্য রিকিকে লড়াই করতে হয়েছিল ক্রিস্টিনা অ্যাগুইলেরা, দ্য চেইন স্মোকারস (মেমোরিজ...ডোন্ট ওপেন), জেন ইরাব্লুম(পিকচারিং দ্য ইনভিসিবল-ফোকাস 1)-এর মতো শিল্পীদের সঙ্গে ৷ 65তম গ্র্যামি পুরস্কারের মঞ্চেও কিন্তু বিচারকদের মন কেড়ে নিল সেই 'ডিভাইন টাইডস' ৷ আর রিকি জিতে নিলেন তাঁর তৃতীয় গ্র্যামি ৷
এদিন পুরস্কার জয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, 'ভীষণ কৃতজ্ঞ আমার তৃতীয় গ্র্যামি ৷' অন্যদিকে, রিকির সঙ্গে কাজের জন্য দ্বিতীয়বার পুরস্কার জিতে নিলেন স্টুয়ার্ট ৷ এর আগে নিজেও পাঁচটি গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি ৷ তাই তাঁর ক্যাবিনেটে এখন শোভা পাচ্ছে মোট সাতটি গ্র্যামি ৷ রিকি প্রথমবার গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছিলেন 2015 সালে ৷ তাঁর সেই অ্যালবামের নাম ছিল 'উইন্ডস অফ সামসারা' ৷ 'বেস্ট নিউ এজ' বিভাগে এই পুরস্কার জিতে নেন তিনি ৷
এর আগে 64তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চেও জয়জয়কার হয়েছিল রিকির ৷ এই 'ডিভাইন টাইডস' অ্যালবামের জন্যই নিজের দ্বিতীয় গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছিলেন কেজ ৷ সেসময় স্টুয়ার্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিকি লিখেছিলেন, "আমি ভীষণ কৃতজ্ঞ যে আমাদের অ্যালবাম 'ডিভাইন টাইডস' গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছে ৷ আমার পাশে দাঁড়িয়ে থাকা এই জীবন্ত কিংবদন্তি স্টুয়ার্ট কোপল্যান্ডকে আমি ভীষণ ভালবাসি। আপনার সমস্তটাই খুব ভালোবাসি! এটি আমার দ্বিতীয় গ্র্যামি পুরস্কার এবং স্টুয়ার্টের ষষ্ঠ ৷"
আরও পড়ুন:সিদ্ধার্থ কিয়ারার বিবাহবাসর সূর্যগড় প্যালেস ! জানুন এর ঐতিহ্য, ভাড়া ও অন্যান্য তথ্য