দিল্লি, 30 সেপ্টেম্বর: রাজধানী দিল্লিতে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী রিচা চাড্ডা এবং অভিনেতা আলি ফজল ৷ এই তারকা জুটি এদিন শেয়ার করলেন তাঁদের বিয়ের আগের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের কিছু ছবি(Richa Chadha Ali Fazal pre wedding pics ) ৷ দু'ই তারকাকেই এদিন দেখা গিয়েছে রাজকীয় পোশাকে ৷ একদিকে যেমন ডিজাইনার রাহুল মিশ্রের তৈরি পোশাকে অনন্য়া হয়ে উঠেছেন রিচা তেমনই এদিন আলিকে সাজতে দেখা গিয়েছে আবু জানি এবং সন্দীপ খোসলার তৈরি পোশাকে (Richa Chadha Ali Fazal latest photos)৷
শুক্রবার তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে প্রি ওয়েডিং অনুষ্ঠানের দু'টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "মহব্বত মুবারক" একইসঙ্গে তাঁদের দু'জনের নাম থেকে কিছুটা অংশ ছেঁটে ফেলে নিজেদের জুটির নামও ঠিক করে নিয়েছেন রিচা ৷ দীপবীর কিংবা বিরুষ্কা-র মতো অভিনেত্রী যে ট্যাগটি ব্যবহার করেছেন তা হল '#রি-আলি' ৷ অন্যদিকে একইরকম একটি পোস্ট শেয়ার করেছেন আলি ফজলও ৷ আলিও শেয়ার করেছেন দু'টি ছবি আর তাতে তিনি লিখেছেন, "তুমকো ভি (তোমাকেও) (Richa Chadha Ali Fazal latest news )৷"