পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rhea on SSR Birth Anniversary: জন্মবার্ষিকীতে সুশান্তের ছবি শেয়ার করে আবেগে ডুব দিলেন রিয়া - rhea chakraborty shared unseen pictures with ssr

প্রয়াত প্রেমিকের 37তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে আবেগী হয়ে পড়লেন রিয়া চক্রবর্তী ৷ শেয়ার করলেন সুশান্তের সঙ্গে তাঁর কাটানো কিছু মুহূর্তের ছবি (Rhea Chakraborty Sushant Singh Rajput relationship )৷

Rhea on SSR Birth Anniversary
প্রেমিকের 37তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে আবেগী হয়ে পড়লেন রিয়া চক্রবর্তী

By

Published : Jan 21, 2023, 7:48 PM IST

মুম্বই, 21 জানুয়ারি: সুশান্ত সিং রাজপুতের 37তম জন্ম বার্ষিকীতে আবেগী পোস্ট বলি তারকা রিয়া চক্রবর্তীর ৷ প্রয়াত প্রেমিকের কথা স্মরণ করে দু'টি ছবি শেয়ার করেছেন রিয়া (Rhea Chakraborty on SSR birth anniversary )৷ 2020 সালে অকাল মৃত্যু হয় এসএসআর-এর ৷ মুম্বইয়ে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে 14 জুন সুশান্তের মৃতদেহ উদ্ধার করা হয় ৷ এরপর প্রেমিকা হিসাবে এই ঘটনায় জড়ায় রিয়ার নামও ৷ তাঁকে বেশকিছু দিন জেলেও কাটাতে হয় তাঁকে ৷

সুশান্তের জন্মদিনে যে দু'টি পুরোনো ছবি শেয়ার করেছেন রিয়া তাতে তাঁদের দেখা গিয়েছে বেশ হাসি খুশি মেজাজে ৷ এই ছবির তলায় মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন বলিউডের তারকামহলও ৷ ঠিক যেমন অভিনেত্রী সুজান খান লেখেন, "ভালোবাসা রে ৷ সারা বিশ্বের শক্তি তোমার সঙ্গে আছে ৷" অন্যদিকে রিয়ার বান্ধবী শিবানী দান্দেকরও এদিন মন্তব্য় করেছেন এই পোস্টের নীচে ৷ তিনি একটি রেড হার্ট ইমোজি ব্যবহার করেছেন তাঁর ভালোবাসা ব্যক্ত করার জন্য় ৷ কৃষ্ণা শ্রফ এবং সিমোন খাম্বাট্টার মতো সেলিব্রিটিরাও হার্ট ইমোজি শেয়ার করেছেন (Rhea Chakraborty Sushant Singh Rajput relationship ) ৷

2020 সালের জুন মাসে সুশান্তের মৃত্যুর পর ন্য়ায় বিচারের দাবি ওঠে (Sushant Singh Rajput death) ৷ এই বিতর্ক মোড় নেয় বলিউড এবং মাদক যোগের দিকে ৷ সেপ্টেম্বরে মাদক সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে ৷ প্রায় একমাস জেলে থাকার পর জামিনে মুক্তি পান তিনি ৷ গত জুলাই মাসে এই মামলায় রিয়ার বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ তাদের দাবি, প্রেমিক সুশান্তের জন্য় নিয়মিত মাদক কিনতেন রিয়া ৷

আরও পড়ুন:পর্দার মাহি বাস্তবেও লড়াকু...জন্ম বার্ষিকীতে ফিরে দেখা সুশান্ত সিং রাজপুতের বর্ণময় জীবন

অভিযুক্তের তালিকায় রয়েছেন রিয়ার ভাই শৌভিকও ৷ প্রসঙ্গত, তাঁদের বিরুদ্ধে যে পরিমাণ মাদক কেনার অভিযোগ এনেছে, এনসিবি তার পরিমাণ অবশ্য় খুব বেশি নয় ৷ যদিও অভিযোগ প্রমাণিত হলে প্রায় দশ বছর জেল হতে পারে তাঁদের ৷ সুশান্তের এই ঘটনার সঙ্গে জড়িয়ে যাওয়া রিয়ার কেরিয়ারেও মারাত্মক প্রভাব ফেলেছে ৷ 2020 সালে আগেই শ্যুটিং হয়েছিল তাঁর শেষ কাজ 'চেহরে'-র ৷ এরপর থেকে তাঁকে আর বিনোদন জগতে আসতে দেখা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details