মুম্বই, 21 জানুয়ারি: সুশান্ত সিং রাজপুতের 37তম জন্ম বার্ষিকীতে আবেগী পোস্ট বলি তারকা রিয়া চক্রবর্তীর ৷ প্রয়াত প্রেমিকের কথা স্মরণ করে দু'টি ছবি শেয়ার করেছেন রিয়া (Rhea Chakraborty on SSR birth anniversary )৷ 2020 সালে অকাল মৃত্যু হয় এসএসআর-এর ৷ মুম্বইয়ে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে 14 জুন সুশান্তের মৃতদেহ উদ্ধার করা হয় ৷ এরপর প্রেমিকা হিসাবে এই ঘটনায় জড়ায় রিয়ার নামও ৷ তাঁকে বেশকিছু দিন জেলেও কাটাতে হয় তাঁকে ৷
সুশান্তের জন্মদিনে যে দু'টি পুরোনো ছবি শেয়ার করেছেন রিয়া তাতে তাঁদের দেখা গিয়েছে বেশ হাসি খুশি মেজাজে ৷ এই ছবির তলায় মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন বলিউডের তারকামহলও ৷ ঠিক যেমন অভিনেত্রী সুজান খান লেখেন, "ভালোবাসা রে ৷ সারা বিশ্বের শক্তি তোমার সঙ্গে আছে ৷" অন্যদিকে রিয়ার বান্ধবী শিবানী দান্দেকরও এদিন মন্তব্য় করেছেন এই পোস্টের নীচে ৷ তিনি একটি রেড হার্ট ইমোজি ব্যবহার করেছেন তাঁর ভালোবাসা ব্যক্ত করার জন্য় ৷ কৃষ্ণা শ্রফ এবং সিমোন খাম্বাট্টার মতো সেলিব্রিটিরাও হার্ট ইমোজি শেয়ার করেছেন (Rhea Chakraborty Sushant Singh Rajput relationship ) ৷