কলকাতা, 21 জুলাই: তৃণমূলের 21 জুলাইয়ের মঞ্চে এবার অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ৷ প্রথমবার একুশের মঞ্চে ভাস্বরকে দেখে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে টলিউডের অন্দরে ৷ তবে গুজবে কান দিতে বারণ করেছেন অভিনেতা ৷ জানিয়েছেন, নিমন্ত্রণ রক্ষা করতেই এদিন দিদির ডাকে সাড়া দিয়েছেন তিনি ৷
ইটিভি ভারতের তরফে তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কি তাহলে যোগ দিতে চলেছেন শাসক সরকারের দলে? অভিনেতা বলেন, "দিদির অফিস থেকে আমার কাছে নিমন্ত্রণ পত্র এসেছিল। তাই নিমন্ত্রণ রক্ষা করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করেছি। তাই আমি গিয়েছি। আর গিয়েছি মানেই যে আমি রাজনীতিতে সরাসরি অংশ নিচ্ছি, তেমনটা একেবারেই নয়। দিদি আমাদের উপহার দিয়েছেন। খুলে দেখিনি এখনও। বোধহয় পাঞ্জাবিই দিয়েছেন। এগুলোকে সৌহার্দ্য আর ভালোবাসাই মনে করি আমি। আগেও অবশ্য অন্য সময়ে আমাকে উপহার পাঠিয়েছেন তিনি। সবকিছু মিলিয়েই আজ ওনার ডাকে সাড়া দিতে গিয়েছিলাম এই বিশেষ দিনে। এটা কর্তব্য আর কৃতজ্ঞতা ছিল। সতীর্থদের সঙ্গে দেখা হল। ছবি তুললাম। দিদির সঙ্গেও দেখা হল। ভালোই কাটল সময়টা।"