মুম্বই, 13 জানুয়ারি: আজ বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার 38তম জন্মদিন(Sidharth Malhotra 38th Birthday) ৷ 2012 সালে করণ জোহরের ছবি 'সুডেন্ট অফ দ্য ইয়ার'-এর হাত ধরে সিনেমার জগতে পা রেখেছিলেন এই অভিনেতা ৷ এর ঠিক আগেই করণ জোহর পরিচালিত 'মাই নেম ইজ খান' ছবিতে সহকারী পরিচালকও ছিলেন তিনি ৷ তবে মূলত সিদ্ধার্থ নিজের কেরিয়ার শুরু করেন একজন সুপার মডেল হিসাবে ৷ এরপর তাঁর 'হাসিনা তো ফাঁসে', 'এক ভিলেন', 'শেরশাহ'-র মতো ছবিগুলি জিতে নিয়েছে দর্শক মন ৷ তাঁর অভিনয় কেরিয়ার যতটা চর্চিত ততখানি চর্চিত তাঁর ব্যক্তিজীবনও ৷ সোশাল মিডিয়ায় একাধিকবার তাঁর প্রেমিকা সংক্রান্ত জল্পনা সামনে এসেছে ৷ আসুন আজ ফিরে দেখা যাক এমনই কিছু জল্পনা (Sidharth Malhotra Dating Rumours )৷
সিদ্ধার্থ মালহোত্রার নাম বর্তমানে যাঁর সঙ্গে সবচেয়ে বেশি চর্চিত তিনি কিয়ারা আদবানি (Sidharth Kiara Relation)৷ 'শেরশাহ' ছবির এই জুটি বাস্তবেও জুটি বাঁধতে চলেছেন এমন জল্পনা চারিদিকে ৷ যদিও ঠিক কবে বিয়ের পিঁড়িতে বসবেন সিড-কিয়ারা তা এখনও জানা যায়নি ৷ তবে সূত্রের খবর অনুযায়ী, ছবির শুটিং পর্ব চলাকালীনই ডেটিং পর্ব শুরু হয় এই নায়ক নায়িকার ৷ মাঝে তাঁদের ব্রেকআপ নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল ঠিকই ৷ তবে সম্প্রতি ফের একসঙ্গে দুবাই সফর শেষ করে দেশে ফিরেছেন দু'জনে ৷ মুম্বই বিমানবন্দরে কয়েকদিন আগেই একসঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন তাঁরা ৷