পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

HBD Sanjay Dutt: সাজন থেকে মুন্না ভাই, সঞ্জুবাবার জীবনে অঘটনই 'বাস্তব' - HBD Sanjay Dutt

সঞ্জয় দত্তের জীবন মানেই উপন্যাসের এক বিরাট আলেখ্য ৷ উত্থান, পতন তাঁর নিত্যসঙ্গী ৷ জন্মদিনে ফিরে দেখা তাঁর এই জার্নির কিছু অধ্যায় ৷

HBD Sanjay Dutt
শুভ জন্মদিন সঞ্জয় দত্ত

By

Published : Jul 29, 2023, 11:55 AM IST

Updated : Jul 29, 2023, 12:16 PM IST

মুম্বই, 29 জুলাই:এক সময় ছিলেন ছবির নায়ক। পরে তাঁরই জীবনকে পর্দায় তুলে ধরেন পরিচালক রাজকুমার হিরানি ৷ সঞ্জয় দত্তের জীবনের ওঠা পড়া আর ভাঙা গড়া ঠিক সিনেমার মতো ৷ কখনও নেশা তাঁকে ঠেলে দিয়েছে আসন্ন দুর্ঘটনার দিকে ৷ আবার কখনও মুন্না ভাইয়ের ভাগ্যে জুটেছে সুদীর্ঘ কারাবাস ৷ কিন্তু এতকিছুর পরও দর্শকদের যে ভালোবাসা তিনি পেয়েছেন তা সমস্ত দিক থেকেই অসামান্য ৷ অনুরাগীরা আজও তাঁকে চেনেন সঞ্জুবাবা হিসেবে ৷ শনিবার আরও একটি বসন্ত পার করে ফেললেন নায়ক ৷ আজ ফিরে দেখা তাঁর জীবনের কিছু অধ্যায় ৷

নেশা ইয়ে পেয়ার কা নেশা হ্যায়:রিলেরমতো রিয়েল লাইফেও বারবার একাধিক সম্পর্ক জড়িয়েছেন সঞ্জয় ৷ 'রকি' ছবির শুটিং চলাকালীন তিনি সম্পর্কে জড়িয়েছিলেন নায়িকা টিনা মুনিমের সঙ্গে ৷ টিনাকে নিয়ে নাকি ভীষণ পজেসিভও ছিলেন অভিনেতা ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়েও মুখ খোলেন তিনি ৷ এমনকী বাবা সুনীল দত্ত ছেলের বিয়েও ঠিক করেছিলেন অভিনেত্রীর সঙ্গে ৷ কিন্তু বাধ সাধল সঞ্জুর নেশা ৷ বিয়ের কয়েকদিন আগেই নাকি তিনি পালিয়ে যান ৷ নেশা যেমন অভিনেতার জীবনে বারবার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তেমনই তিনি সম্পর্কেও জড়িয়েছেন বারবার ৷

বারবার তিনি জড়িয়েছেন বিতর্কে

টিনার পর কখনও তিনি রিচা শর্মার সঙ্গে সম্পর্কে জড়ান কখনও আবার মাধুরী দীক্ষিতের সঙ্গে ৷ বিভিন্ন রিপোর্টের দাবি 'সাজন' ছবির শুটিং চলাকালীন তাঁদের দু'জনের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় ৷ কিন্তু বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি এই সম্পর্ক ৷ আরও পরে কখনও রিয়া পিল্লাই কখনও আবার নাদিয়া দুরানি বা রেখা... সঞ্জুর কাহিনিতে বারবার এন্ট্রি হয়েছে কোনও না কোনও নায়িকার ৷ অবশেষে 2008 সালে তিনি বিয়ে করেন মান্যতা দত্তকে ৷

সঞ্জয় দত্তের পরিবার

নায়ক নেহি...:1993 সালে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে ৷ মুম্বই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযোগ ওঠে তাঁর কাছে রয়েছে একটি নাইন এমএম পিস্তল ও একটি একে 56 রাইফেল ৷ পুরোটাই বেআইনি ৷ এরপর শুরু হয় বিচার ৷ 2007 সালের জুলাই মাসে 7 বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দেয় টাডা আদালত ৷ কিন্তু এই সময় রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি ৷ জামিনও দেওয়া হয় তাঁকে ৷ তবে অবশেষে 2013 সালে তাঁর বিরুদ্ধে 5 বছরের কারাদন্ডের ঘোষণা করে আদালত ৷ শেষমেশ 2016 সালে কারাবাস থেকে মুক্তি পান সঞ্জয় ৷

লাগে রহো :বারবার তিনি জড়িয়ে পরেছেন নানা অঘটনে ৷ শাস্তিও কম ভুগতে হয়নি তাঁকে ৷ কিন্তু তবু বারবার মানুষের মন কেড়েছে তাঁর অভিনয় ৷ তাঁর হাজারো দোষ দেখেও যেন কিছুটা ক্ষমাই করে দিয়েছেন অনুরাগীরা ৷ 'রকি', 'সাজন', 'খলনায়ক'-এর মতো ছবি দিয়ে কেরিয়ার শুরু করা সঞ্জয়ের ঝুলিতে রয়েছে 'বাস্তব', 'মিশন কাশ্মীর', 'নকআউট', 'মুন্না ভাই এমবিবিএস', 'লাগে রহো মুন্না ভাই', 'পিকে', 'সড়ক 2', 'কেজিএফ 2'-এর মতো ছবিও ৷ আর তাঁর অভিনয় গুণে তিনি অনুরাগীদের মন কাড়ছেন আজও ৷ তাই হাজারো বিতর্ক থাকলেও ভক্তরা আজ একটু জোরেই চিৎকার করে বলবেন, "শুভ জন্মদিন সঞ্জুবাবা ৷"

Last Updated : Jul 29, 2023, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details