কলকাতা, 21 জানুয়ারি: 'ফেলু' বললেই বাঙালির মনে পড়ে যায় তুখোড় গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্রকে ৷ সৌরভ দাস নিজে অনেক গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন ঠিকই, তবে তাঁকে স্কুলজীবনের 'ফেলুদা' বলার কারণটা একেবারেই অন্য ৷ আদতে পড়াশোনায় একেবারেই ভালো ছিলেন না অভিনেতা ৷ তিনি নিজেই জানিয়েছেন স্কুলের পরীক্ষায় বারবার ফেল করেছেন ৷ তবে প্রথম জীবনের ব্যর্থতাই যে সব নয়, তা নিজেই প্রমাণ করেছেন সৌরভ ৷ আজ তিনি আর ফেলু নন । বরং সকলের কাছে পরিচিত 'মণ্টু পাইলট' হিসাবেই ৷ আসুন জন্মদিনে ফিরে দেখি তাঁর জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্প (Saurav Das birthday)৷
জনপ্রিয় শো 'দাদাগিরি'-তে এসে সৌরভ নিজেই জানিয়েছিলেন, সাউথ পয়েন্ট স্কুলে তাঁর নাম শুনলেই আতঙ্ক হত শিক্ষক শিক্ষিকাদের ৷ কারণ সৌরভ দাস মানেই সব বিষয়ে লাল কালি ৷ তিনি বলেন, "ক্লাস সিক্স, ক্লাস নাইন, ক্লাস টুয়েলভ... আমি বোর্ডের পরীক্ষাতেও ফেল করেছি ৷" তিনি জানান, বিষয়টা গর্বের নয়, তাঁর মাও তাঁকে এসব কথা সকলের সামনে বলতে বারণ করেন কারণ প্রচুর বিড়ম্বনা সহ্য করতে হয়েছে ছেলের জন্য় ৷ তবে সৌরভ এই বিষয়টি নিয়ে মুখ খুলতে চান কারণ তিনি সকলকে বলতে চান স্কুলের পরীক্ষায় ব্যর্থতাই সব নয় ৷ জীবন আরও অনেক সুযোগ দেয় সফল হতে ৷ ঠিক যেমন সৌরভ সুযোগ পেয়েছেন তাঁর অভিনয় প্রতিভাকে প্রকাশ করার ৷