পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কণ্ঠ হারাল 'আয়োগে জব তুম...' গানে গানে ফিরে দেখা উস্তাদ রশিদের সুরেলা সফর - রশিদ খান

Rashid Khan Songs: 55 বছর বয়সেই থেমে গেল উস্তাদ রশিদ খানের সুরেলা সফর ৷ মঙ্গলবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন শাস্ত্রীয় সঙ্গীত ঘরানার শিল্পী ৷ বিদায়বেলায় গানে গানে ফিরে দেখা যাক রশিদ খানের সঙ্গীত সফর ৷

Etv Bharat
গানে গানে উস্তাদের সুরেলা সফর

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 5:58 PM IST

Updated : Jan 10, 2024, 9:53 AM IST

কলকাতা, 9 জানুয়ারি: থেমে গেল সুরের যাত্রা ৷ স্তব্ধ সুরেলা কণ্ঠ ৷ সুরালোকে পাড়ি দিলেন রাগ সঙ্গীতের প্রখ্যাত শিল্পী রশিদ খান ৷ 'আপনজন' হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর সুরের মূর্ছনায় আচ্ছন্ন হয়েছিল আপামর দেশবাসী ৷ শিল্পীকে হারিয়ে শোকাহত সঙ্গীত জগত ৷ ফিরে দেখা যাক উস্তাদ রশিদ খানের সঙ্গীত জগতের যাত্রাপথ ৷

'তোরে বিনা মোহে চ্যান নাহি...' ইসমাইল দরবারের সুরে 2004 সালে প্রথমবার সিনেপর্দায় রশিদ খানের কণ্ঠ শোনেন আপামর দর্শক ৷ কিন্তু তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায় 'আয়োগে জব তুম সজনা...' গান ৷ ইমতিয়াজ আলির ছবি 'জব উই মেট' ছবিতে সন্দেশ শান্ডিল্যর সুরে রশিদ খানের কণ্ঠ ম্যাজিক তৈরি করে সঙ্গীত জগতে ৷ আর পিছন ফিরে তাকাতে হয়নি শিল্পীকে ৷

ক্ল্যাসিক্যাল সঙ্গীত জগতের অন্যতম শিল্পী সুরের মূর্ছনায় একের পর এক গান উপহার দিয়ে মুগ্ধ করতে থাকেন শ্রোতা ও দর্শকদের ৷ হিন্দির পাশাপাশি বাংলা ছবিতেও তাঁর গান বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ 2009 সালে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে 'মর্নিং ওয়াক' ছবিতে গান গেয়েছিলেন তিনি ৷ 'ভোর ভায়ো' ও 'মনবা' গান দুটি আজও চোখ বন্ধ করে গুনগুন করেন বাঙালি শ্রোতারা ৷ সালটা 2010, শঙ্কর-এহসান-লয়ের সঙ্গে মিলিত হয়ে তিনি উপহার দেন 'মাই নেম ইজ খান' ছবিতে 'আল্লাহ হি রহেম' গানটি ৷

শুনতে ভালো লাগে তাঁর দেওয়া সুরারোপিত গান 'দিওয়ানা কর রাহা হ্যায়...' ৷ 'রাজ 3' ছবিতে তাঁর কণ্ঠে এই গান আজও ভোলেনি শ্রোতারা ৷ এছাড়াও গানের তালিকায় রাখতে হয় বিক্রম ঘোষের সুরে 'মিতিন মাসি' ছবির গান 'বরসাত সাওয়ান', 'শাদি ম্যায় জরুর আনা' ছবির গান 'তু বনজা গলি', 'বাপি বাড়ি যা' ছবির গান 'সজনা' ৷ সঙ্গীত জগতের প্রবাদ প্রতীম শিল্পী সুরালোকে গমন করলেও তাঁর অমর সৃষ্টি গানের জগতে থেকে যাবে আজীবন ৷

Last Updated : Jan 10, 2024, 9:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details