কলকাতা, 10 অক্টোবর: ভানুরেখা থেকে রেখা (Rekha Birthday) হতে সময় লেগেছিল দীর্ঘ আট বছর ৷ বলিউডে তাঁর ডেবিউ হয় সাওয়ান ভাদো দিয়ে ৷ তবে প্রকৃত অভিনেত্রী হিসেবে রেখা স্বীকৃতি পেয়েছিলেন তার বেশ কিছু সময় পরে (Fall in love with acting)৷
রেখাকে যে তাঁর পরিবারকে মারাত্মক আর্থিক সংকট থেকে বাঁচাতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে হয়েছিল, এটা আর এখন কারও অজানা নয় ৷ একটি কিশোরী যখন নবম শ্রেণি থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করল, তখন তার দুর্বলতার সুযোগ নিয়েছিলেন আশপাশের অনেকেই ৷ আনজানা সফর ফিল্মের রোম্যান্টিক দৃশ্য রেখার ইচ্ছের বিরুদ্ধে বেশ কয়েকবার তাঁকে চুম্বন করা হয়েছিল ৷ সেই সময় যদি #মিটু অধ্যায় চলত, বা অভিনেত্রীদের কঠোর মনোভাব দেখানোর সুযোগ থাকত, তাহলে পরিচালক ও সহ-অভিনেতাদের বিরুদ্ধে অবশ্যই যৌন হেনস্থার অভিযোগ আনতেন রেখা ৷
একটা নয়, এ ধরনের আরও বেশকিছু ঘটনা অভিনয়ের পেশায় ক্রমে বলিষ্ঠ করে তুলেছে অভিনেত্রীকে ৷ তিনি হয়ে উঠেছিলেন সুপারস্টার ৷ তবে নানা ওঠা-পড়ায় এই জায়গা করতে তাঁর 9 বছর লেগে গিয়েছিল ৷ প্রায় 60টি ছবি করার পর অভিনয়কে ভালোবাসতে শুরু করেন তিনি ৷ তাঁর ফুল বনি অঙ্গারে, প্রতিশোধের ছবি খুন ভরি মাঙ্গের মতো বলিষ্ঠ মহিলাকেন্দ্রিক ফিল্মে তাঁর অভিনয় রেখার নিজের ব্যক্তিত্ব ও ক্ষোভকেই ফুটিয়ে তুলেছিল বলে মনে করেন ফিল্ম সমালোচকরা ৷