পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rhea Chakraborty Drug Case : সুশান্তের মাদকাসক্তিতে ইন্ধন জোগাতেন রিয়া, নয়া অভিযোগ এনসিবি-র - Rhea Chakraborty Drug Case

বুধবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধ চার্জশিট দায়ের করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ প্রেমিক সুশান্তের জন্য গাঁজা কিনতেন রিয়া, চার্জশিটে এমনটাই জানাল তাঁরা (NCB Charge Sheet on Rhea Chakraborty Drug Case ) ৷

Rhea Chakraborty
সুশান্তের মাদকাসক্তিতে ইন্ধন জোগাতেন রিয়া

By

Published : Jul 13, 2022, 11:47 AM IST

মুম্বই, 13 জুলাই:ফের মাথাচাড়া দিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত মামলা । প্রয়াত অভিনেতার মাদকাসক্তিতে প্রতিনিয়ত ইন্ধন জোগাতেন রিয়া চক্রবর্তী । এই মর্মেবুধবার অভিনেতার প্রেমিকার বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ অভিযোগে, মাদক নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, প্রেমিক সুশান্তের জন্য নিয়মিত মাদক দ্রব্য কিনতেন রিয়া (NCB Charge Sheet on Rhea Chakraborty Drug Case ) ৷ তাঁর বিরুদ্ধে মূলত সুশান্তের জন্য গাঁজা কেনার অভিযোগ আনা হয়েছে ৷ দু'বছর ধরে চলা এই মামলায় আপাতত জামিনে রয়েছেন অভিনেত্রী ৷

অভিযোগ রয়েছে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর বিরুদ্ধেও ৷ প্রসঙ্গত তাঁদের বিরুদ্ধে যে গাঁজা কেনার আরোপ এনেছে এনসিবি তার পরিমাণ অবশ্য বেশি নয় ৷ তবে দোষী সাব্যস্ত হলে এই মামলায় 10 বছরেরও বেশি জেল হতে পারে রিয়ার ৷ অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগে জানানো হয়েছে যে, 2018 থেকে সুশান্তের জন্য গাঁজা সরবরাহ করতেন রিয়া ৷ এনসিবি সবমিলিয়ে এই মামলায় 35 জনের বিরুদ্ধে 38টি অভিযোগ দায়ের করেছে ৷

আরও পড়ুন:ওহ লাভলি ! শ্রীতমার সঙ্গে এবার রাঁধুনি অবতারে মদন

প্রসঙ্গত, 14 জুন, 2020 মৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ৷ এরপর সেপ্টেম্বরে এর সঙ্গে জড়িত এই মাদক মামলায় রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয় ৷ প্রায় একমাসের কারাবাসের পর তাঁকে জামিন দেয় বোম্বে হাইকোর্ট ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details