পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Urvashi Calls Pant India's Pride: 'পন্ত দেশের গর্ব', রহস্য আরও বাড়ালেন ঊর্বশী - Urvashi cheers for recuperating Rishabh Pant

মুম্বই বিমানবন্দরে লাল হট লুকে ধরা দিলেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Calls Pant India's Pride)৷ এ দিন তিনি ঋষভ পন্তকে দেশের সম্পদ ও গর্ব বলে উল্লেখ করলেন (Urvashi cheers for recuperating Rishabh Pant)৷

Urvashi Pant ETV Bharat
ঋষভ পন্ত ও ঊর্বশী রাউতেলা

By

Published : Feb 17, 2023, 8:26 PM IST

মুম্বই, 17 ফেব্রুয়ারি: ঋষভ পন্ত দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই তাঁকে ঘিরে অভিনেত্রী ঊর্বশী রাউতেলার (Urvashi Calls Pant India's Pride) ইঙ্গিতবাহী পোস্ট নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায় ৷ তবে এ বার সরাসরি পন্তের সুস্থতার খবরে নিজের আনন্দের কথা প্রকাশ করলেন অভিনেত্রী ৷ শুধু তাই নয় ৷ পন্তকে দেশের সম্পদ ও গর্ব বলে উল্লেখ করলেন তিনি (Urvashi cheers for recuperating Rishabh Pant)৷

পন্তের সুস্থতার খবরে খুশি ঊর্বশী: দিনকয়েক আগেই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত ৷ ধীরে ধীরে তিনি সেরে উঠছেন ৷ চলতি মাসের শুরুর দিকে তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন তাঁর বর্তমান পরিস্থিতির ছবি ৷ সেখানে দেখা যাচ্ছে ক্রাচ নিয়ে হাঁটছেন উইকেটকিপার-ব্যাটার ৷ তাঁর এই সেরে ওঠার খবরে বেশ খুশি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা ৷ তাঁকে এ দিন ক্যামেরাবন্দি করা হল মুম্বই বিমানবন্দরে ৷ লাল রঙের পোশাকে হট লুকে ধরা দেন ঊর্বশী ৷

পন্তকে দেশের গর্ব বললেন অভিনেত্রী: সেখানে তাঁকে দেখে পাপারাৎজি ভাইরাল ভায়ানি ক্রিকেটার ঋষভ পন্তের অবস্থা সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করেন ৷ সেরে ওঠার আপডেট দিয়ে পন্তের পোস্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রথমে কিছুটা হকচকিয়ে যান ঊর্বশী ৷ তিনি বলেন, "কৌনসি ফটো ?" তবে এর পরেই অভিনেত্রী আর কোনও রাখঢাক না করে বলেন, "তিনি (পন্ত) আমাদের দেশের সম্পদ, ভারতের গর্ব ।" এরপর চিত্রগ্রাহক ঊর্বশীকে বলেন, তাঁদের শুভকামনা রয়েছে পন্তের সঙ্গে । তখন অভিনেত্রী বলেন, "হামারি ভি (আমারও)।"

আরও পড়ুন:আবার রহস্যময় পোস্ট! হাসপাতালে ঋষভকে দেখতে গেলেন ঊর্বশী?

লাল হট লুকে রাউতেলা: ঊর্বশী তাঁর এয়ারপোর্ট লুকের জন্য এ দিন বেছে নিয়েছিলেন লাল পোশাক ৷ পন্তের দুর্ঘটনার খবর শিরোনামে আসার পর অভিনেত্রী একটি রহস্যময় বার্তা পোস্ট করেছিলেন ৷ তিনি লেখেন, "প্রার্থনা করছি, ভালোবাসি ৷ ঊর্বশী রাউতেলা ৷" এর আগে, তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের একটি সাদা-কালো ছবি শেয়ার করেন ৷ এই হাসপাতালেই পন্তকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল ৷ ঊর্বশী কি তাহলে পন্তকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ? এই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করে বিভিন্ন মহলে ৷

ABOUT THE AUTHOR

...view details