কলকাতা, 20 অক্টোবর: গল্পের নাম 'তৃতীয়'। হ্যাঁ, এই নাম নিয়েই বাংলা ছবি বানাচ্ছেন পরিচালক অনিমেষ বসু । একঝাঁক প্রথম সারির তারকা নিয়ে মুক্তি পাবে এই ছবি । ছবিতে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, রজতাভ দত্ত, সম্পূর্ণা লাহিড়ী, বোধিসত্ব দত্ত প্রমুখ । সম্প্রতি শেষ হয়েছে ছবির শ্যুটিং (Tritiyo Bengali Film)।
জানা গিয়েছে, ছবির গল্পটি সম্পর্কের জটিলতার উপর নির্ভর করে তৈরি । গল্পের দিকে তাকালে দেখা যায়, সন্দীপন ও শর্মিলা স্বামী-স্ত্রী । তাদের সম্পর্কে ফাটল ধরে যখন সন্দীপন তার সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে । এরই মাঝে গল্পে এন্ট্রি নেয় ওসি বীরেশ্বর হাজরা । এরপরই ঘটে একটা খুন । খুন কে করল ? কেনই বা খুন করল? আর সবথেকে বড় কথা কাকেই বা খুন করল সে ? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই এগিয়ে চলে গল্প ।