হায়দরাবাদ, 25 জানুয়ারি: এমএম কীরাবাণী, ফের একবার দেশকে গর্বিত করেছেন তিনি ৷ তাঁর তৈরি 'আরআরআর' ছবির 'নাতু নাতু' গানটি ফের একবার গড়েছে ইতিহাস ৷ চন্দ্র বোসের কথায় কীরাবাণীর সুরে রাহুল শিপলিগুঞ্জ এবং কালা ভৈরবের গাওয়া এই গান আগেই গ্লোডেন গ্লোব পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছিল ৷ এতদিন পর্যন্ত কোনও ভারতীয় গান এমন কিছুই করতে পারেনি । সেটাই করে দেখিয়েছে 'নাতু নাতু' ৷ আর এবার অস্কার পুরস্কারের জন্য়ও চুড়ান্ত তালিকায় মনোনয়ন পেল এই গান ৷ একথা ঠিক যে সোনালি ট্রফি জয় এখনও বেশ দূরে, তবে অস্কারের জন্য মনোনয়ন পাওয়াও তো কম কৃতিত্বের নয় ৷ আর মাইল ফলক স্পর্শ করার শুভেচ্ছায় ভাসলেন কীরাবাণী ৷ তাঁকে নিয়ে এদিন মুখ খুললেন ছবির দুই সুপারস্টার রাম চরণ এবং জুনিয়র এনটিআর ৷ একইসঙ্গে শুভেচ্ছা জানালেন চিরঞ্জীবী ৷ মুখ খুলেছেন অনুপম খেরও ৷
অন্যদিকে রাম চরণ লেখেন,'কী দারুণ খবর, নাতু নাতু-কে অস্কার পুরস্করের জন্য় মনোনীত হতে দেখে সম্মানিত বোধ করছি ৷ আমাদের সবার জন্য তো বটেই আর সারা ভারতের জন্যও এটি একটি গর্বের মুহূর্ত ৷ এটা আপনাদের প্রাপ্য ছিল রাজামৌলি গারু আর কীরাবাণী গারু (Reaction of Ram Charan on Naatu Naatu in Oscars)৷'
দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীও এদিন তাঁর শুভেচ্ছাবার্তায় লেখেন, 'সিনেমার শিখরে পৌঁছনোর সম্মান থেকে মাত্র এক ধাপ দূরে ৷ সেরা মৌলিক গানের বিভাগে নাতু নাতু অস্কারের জন্য় মনোনয়ন পেয়েছে (Reaction of Celebs )৷ আন্তরিক অভিনন্দন দূরদৃষ্টি সম্পন্ন পরিচালক রাজামৌলি, তাঁর দল এবং এমএম কীরাবাণীকে ৷'