হায়দরাবাদ, 3 অক্টোবর: ট্রেলার মুক্তির একদিন আগেই পর্দায় কীভাবে হয়ে উঠেছিলেন সিআই মৌলি, তা সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত ৷ ট্রেলার মুক্তির পর তাঁর ভূমিকা নজর কাড়ল আরও বেশি ৷ মঙ্গলবার প্রকাশ্যে এসেছে রবি তেজা অভিনীত 'টাইগার নাগেশ্বর রাও' ছবির ট্রেলার ৷ সেখানে ভয়ঙ্কর পুলিশের ভূমিকায় বাংলার অভিনীত যীশু মুগ্ধ করলেন সিনেপ্রেমীদের ৷
নিজের সেরাটা তুলে ধরতে কঠোর পরিশ্রম করেন যীশু ৷ বাংলার পাশাপাশি একাধিক হিন্দি ছবি ও ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন তিনি ৷ এবার দক্ষিণী ছবিতে অন্য়রকম ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ ছবির পোস্টার ও ট্রেলারে উর্দিধারী পুলিশের ভূমিকায় তাঁর চেহারা বুঝিয়ে দেয়, নেতিবাচক চরিত্রটি কতটা ভয়নক হতে চলেছে ৷ চোখের সাদামণি ও কপাল-চোখের মাঝে গভীর কাটা দাগ যেন আরও নির্মম করে তুলেছে তাঁকে ৷
অন্যদিকে, 'টাইগার নাগেশ্বর রাও'-এ মূখ্য চরিত্রে রয়েছেন রবি তেজা ৷ তিনি ট্রেলার সোশাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, "তাঁর গল্প শুরু হল এবং ইতিহাস লেখা হবে ৷ 20 অক্টোবর প্রতিটি প্রেক্ষাগৃহ আরও ভয়ঙ্কর হতে চলেছে ৷" অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নূপুর স্যানন, গায়ত্রী ভরদ্বাজ, অনুপম খের, রেণু দেশাই ৷ ছবি পরিচালনা করেছেন ভামসী ৷ প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল ৷ সিনেমাটোগ্রাফি করেছেন আর মাধি ৷ সঙ্গীত পরিচালনা করেছেন জিভি প্রকাশ কুমার ৷