পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বড় পর্দায় শাহেনশার জীবনী? রবি তেজার নতুন ছবির ঘোষণা ঘিরে জোর জল্পনা - Ravi Teja Announces New Film

Ravi Teja Announces New Film: বড় পর্দায় শাহেনশা জীবনী? অমিতাভ বচ্চনকে নিয়ে ছবি আনছেন দক্ষিণী পরিচালক হরিশ শঙ্কর ৷ মুখ্যচরিত্রে রবি তেজা ৷

Etv Bharat
রবি তেজার নতুন ছবির ঘোষণা

By PTI

Published : Dec 17, 2023, 4:28 PM IST

নিউদিল্লি, 17 ডিসেম্বর: তিনি বলিউডের শাহেনশা ৷ তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেশের প্রতিটি মানুষের রয়েছে ৷ ফিল্ম ইন্ডাষ্ট্রির অনেকেই রয়েছেন যাঁরা অমিতাভ বচ্চনকে 'গুরু' মনে করেন ৷ সেই তালিকায় রয়েছেন দক্ষিণী তারকা রবি তেজাও ৷ রবিবার তিনি ঘোষণা করলেন পরবর্তী ছবির নাম ৷ যার কেন্দ্রে রয়েছেন বলিউড বিগ বি ৷ প্রকাশ্যে আনলেন ছবির প্রথম পোস্টারও ৷

হরিশ শঙ্কর পরিচালিত ও রবি তেজা অভিনীত ছবির নাম মিস্টার বচ্চন ৷ ট্যাগলাইন দেওয়া হয়েছে "নাম তো সুনা হোগা ৷" রবির বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ভাগ্যশ্রী বোরসেকে ৷ যাঁকে পরিচয় করানো হয়েছে, "মাস মহারাজার ক্লাস মহারানি" রূপে ৷ ছবি প্রযোজনার দায়িত্বে পিপল মিডিয়া ফ্যাক্টরি, প্যানোরোমা স্টুডিয়ো ও টি-সিরিজ ৷ এদিন রবি তেজা সোশাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে লিখেছেন, "আসতে চলেছে মিস্টার বচ্চন, নাম তো সুনা হোগা ৷ সম্মানিত অনুভব করছি সেই চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে গিয়ে ৷ অমিতাভ বচ্চন স্যার যিনি আমার প্রিয় অভিনেতা ৷" তবে এই ছবিতে অমিতাভ বচ্চনের জীবনী তুলে ধরা হবে নাকি, অন্য কিছু, সেই বিষয়ে খোলসা করেননি পরিচালক ৷

পোস্টারের দিকে নজর দিলে দেখা যায়, রবি তেজা বসে রয়েছেন একটি স্কুটারে ৷ 70-র দশকে অমিতাভ বচ্চনের যেমন চুলের কাট ছিল তেমনই কাট দেখা গিয়েছে রবি তেজার ৷ পোস্টার ব্যাকগ্রাউন্ডে একটি সিনেমা হল, নাম নটরাজ ৷ সেখানে একাধিক অনুরাগীদের ভিড় ৷ ছবির এই পোস্টার শেয়ার করেছেন অভিনেতা অজয় দেবগণও ৷ তিনি লিখেছেন, "এই সিনেমা আগুন হতে চলেছে ৷" প্রত্যুত্তরে পরিচালক শঙ্কর ধন্যবাদ জানিয়েছেন অভিনেতাকে ৷

তিনি লিখেছেন, "ধন্যবাদ অজয় স্যার ৷ এটা সারপ্রাইজের থেকে কম কিছু নয় ৷ আপনার শুভেচ্ছা দিয়ে দিন শুরু হল ৷ একটা সিনেমার জন্য এর থেকে বড় উপহার আর কী হতে পারে ৷ ধন্যবাদ আপনাকে ৷" উল্লেখ্য, শঙ্কর ও রবি তেজা জুটির এটা তিন নম্বর ছবি ৷ এর আগে 2006 সালে শক ও 2011 সালে মিরাপাকায় ছবিতে কাজ করেছেন শঙ্কর ও রবি তেজা ৷

ABOUT THE AUTHOR

...view details