মুম্বই, 3 জুলাই: নতুন মুখ পেতে চলেছে বলিউড ৷ রূপোলি পর্দায় আসতে চলেছেন দুই তারকা সন্তান ৷ অজয় দেবগণের ভাইপো ও রবিনা ট্যান্ডনের মেয়ের সিলভার স্ক্রিনে হতে চলেছে অভিষেক ৷ নেপথ্যে পরিচালক অভিষেক কাপুর ৷ খুব শীঘ্রই শুটিং শুরু করবেন আমন দেবগণ ও রাশা থড়ানি ৷ প্রকাশ্যে আনা হয়েছে ছবি মুক্তির দিনও ৷
চলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল, নিজের ভাইপোকে বলিউডে লঞ্চ করতে চলেছেন কাকা অজয় দেবগণ ৷ সেই ছবি পরিচালনা দায়িত্বে থাকছেন 'কাই পো চে' খ্যাত পরিচালক অভিষেক কাপুর ৷ কিন্তু আমন দেবগণের বিপরীতে কাকে দেখা যাবে সেই নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা ৷ এরপরেই সামনে আসে আরও এক তারকা সন্তানের নাম ৷ 'মোহরা' খ্যাত অভিনেত্রী রবিনা ট্যান্ডনের মেয়ে এবার পা রাখতে চলেছে বলিউডে ৷ তাঁকেই দেখা যাবে আমন দেবগণের বিপরীতে ৷
চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ সম্প্রতি এক টুইট করেন ৷ পোস্টে লেখেন," অজয় দেবগণ, আমন দেবগণ ও রাশা থড়ানি-র ছবি মুক্তির দিন ফাইনাল হয়ে গিয়েছে ৷ পরিচালক অভিষেক কাপুরের আপকামিং অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুক্তি পাবে 2024 সালের 9 ফেব্রুয়ারি ৷ প্রথমবার পর্দায় আসতে চলেছেন অজয় দেবগণের ভাইপো আমন দেবগণ ও রবিনার ট্যান্ডনের মেয়ে রাশা থড়ানি ৷"