নর্মদাপুরম, 30 নভেম্বর: সাফারিতে গিয়ে বাঘের ছবি তুলতে গিয়ে বিপদে পড়লেন রবিনা ট্যান্ডন(Raveena Tandon viral tiger video) ৷ নায়িকার বিরুদ্ধে অভিযোগ যে মধ্য়প্রদেশের সাতপুরা অভয়ারণ্যে বেড়াতে গিয়ে তিনি আইন ভেঙে বাঘের ছবি তুলেছেন ৷ কয়েকদিন আগেই সাফারির সময় একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা ৷ যেখানে দেখা যায় বেশ কাছ থেকে বাঘের ছবি তুলতে ব্যস্ত তিনি ৷ আর তাই নিয়েই বিতর্কের মুখে পড়লেন রবিনা (Raveena Tandon Satpura Tiger Reserve controversy)৷
গত 22 নভেম্বর সাতপুরা অভয়ারণ্য ভ্রমণে গিয়েছিলেন নয়ের দশকের এই নায়িকা ৷ তাঁর ভিডিয়ো সামনে আসার সংবাদ মাধ্য়মে এই নিয়ে চর্চা শুরু হয় ৷ এরপর টুইটে তার জবাব দিতে গিয়ে অভিনেত্রী লেখেন, "কেউই অনুমান করতে পারেন না বাঘেরা কেমন আচরণ করবে ৷ এটা বনবিভাগের লাইসেন্স প্রাপ্ত গাড়ি ছিল এবং আমাদের সঙ্গে বনবিভাগের সেই ড্রাইভার এবং গাইডরা ছিলেন যাঁদের সীমানা এবং আইন সংক্রান্ত ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান এবং প্রশিক্ষণ রয়েছে(Raveena Tandon on tiger video controversy ) ৷"