রত্না ঘোষাল, অভিনেত্রী
মানুষটা খুবই ভালো ছিলেন ৷ তাঁর পরিচালনায় আমি 'সংসার সীমান্তে' অভিনয় করেছি ৷ সেটা একটা সাংঘাতিক ছবি ৷ সেই ছবির শুটিঙের জন্য আমাদের ভোর 4টের মধ্যে সেটে চলে যেতে হত ৷ সকালবেলা এসে রেডি হয়ে যেতাম ৷ সকাল 6.30টায় তিনি প্রথম শট নিতেন ৷ তিনি সময়টা খুব মেইনটেইন করতেন (Ratna Ghosal remembers Tarun Majumdar)৷
এক নম্বরে যে বিরাট মাঠটা রয়েছে, সেখানে আমাদের সেট পড়েছিল ৷ তিনি প্রত্যেকটা শিল্পীকে রিহার্সাল করাতেন ৷ আমার একটা দৃশ্য ছিল, সেটার জন্য তিনি নিজে এসে আমার মেক-আপ করিয়ে দিয়েছিলেন ৷ তারপর দাঁড়িয়ে থেকে, রিহার্সাল করিয়ে সেই দৃশ্যটি শুট করেন ৷ অন্য পরিচালকের থেকেও তিনি একটু বেশি সিরিয়াসলি কাজটা করতেন, তাই তাঁর সঙ্গে কাজটা করতেও ভালো লাগত ৷ শিল্পীদের সঙ্গে তিনি খুব কো-অপারেট করতেন ৷