পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'তাস খেলা শিখেছিলাম রবিদার কাছে', কিংবদন্তি অভিনেতার জন্মদিনে স্মৃতিতে ভাসলেন রত্না ঘোষাল - রবি ঘোষ

Rabi Ghosh Birth Anniversary: বাংলার কিংবদন্তি অভিনেতা রবি ঘোষের আজ 92তম জন্মদিন ৷ আর এই দিনে তাঁর সঙ্গে কাজ করার নানা অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী রত্না ঘোষাল ৷

Rabi Ghosh Birth Anniversary
রবি ঘোষের জন্মদিনে স্মৃতিতে ভাসলেন রত্না ঘোষাল

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 6:52 PM IST

কলকাতা, 24 নভেম্বর: আজ প্রবাদপ্রতীম অভিনেতা রবি ঘোষের 92তম জন্মদিন । বাংলা সিনেমাজগতে তাঁর অবদান নিয়ে কথা তোলা বাতুলতামাত্র । আদ্যোপান্ত ঝকঝকে, মিতভাষী ও হ্রাসভারী স্বভাবের মানুষ ছিলেন তিনি । অথচ তাঁর কমেডি ক্যারিশমাতেই হেসে লুটোপুটি খেয়েছে মানুষ ৷ পর্দায় তাঁর উপস্থিতি দর্শককে এক লহমায় সব রকমের চিন্তা থেকে কিছুক্ষণের জন্য হলেও বের করে নিয়ে আসত । এ হেন রবি ঘোষ অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার চেয়েছিলেন বডি বিল্ডার হতে । সেই মতো চলত অনুশীলন । লেখাপড়াতেও ছিলেন ভালো ।

1931 সালের 24 নভেম্বর জন্ম রবি ঘোষের । কোচবিহার জেনকিন্স স্কুলে প্রাথমিক শিক্ষা রবির । দেশভাগের পর 1947 সালে কলকাতার 'সাউথ সাবআরবান মেন স্কুল' থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন । আশুতোষ কলেজ থেকে 1949 সালে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই কলেজেরই নৈশবিভাগ শ্যামাপ্রসাদ কলেজে বি.কম-এ ভর্তি হন । বডি বিল্ডার হওয়ার স্বপ্ন থাকলেও বাস্তবে তা রূপায়িত হয়নি । অগণিত বাংলা ছবি উপহার দিয়েছেন তিনি । তাঁর সঙ্গে 'মৌচাক'সহ একাধিক ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী রত্না ঘোষাল । আজ জন্মদিনে রবিদা'কে ঘিরে স্মৃতির সাগরে ডুব দিলেন তিনি ।

ইটিভি ভারতের প্রতিনিধি রবি ঘোষকে ঘিরে তাঁর স্মৃতিচারণা শুনতে চাইলে রত্না ঘোষাল বলেন, "রসিক মানুষ ছিলেন রবিদা । তখনকার রসিকতাটা অন্য রকমের ছিল । কোনও খারাপ কথা ছিল না, অশ্লীলতা ছিল না । তবে, রবিদা হ্রাসভারী মানুষ ছিলেন । তবে, তিনি এমন মানুষ ছিলেন না, যাঁর সঙ্গে কথা বলা যায় না । মন খুলে কথা বলতে পারতাম আমরা ।"

টুকরো স্মৃতি ভাগ করে নিতে গিয়ে অভিনেত্রী বলেন, "আমি তাস খেলা শিখেছি রবিদা'র কাছে । আমরা একটা আউটডোরে গিয়েছি । হঠাৎ হুজুগ উঠল তাস খেলা হবে টাকা দিয়ে । আমি, রবিদা, শুভেন্দুদা (চট্টোপাধ্যায়), নন্দিনী (মালিয়া) সবাই ছিলাম সেই আউটডোরে । আমাকেও বলা হল খেলতে হবে । ও দিকে আমি জীবনে কোনওদিন তাস খেলিনি । চিনিই না কোনটা কী । রবিদা বলল আমাকে শিখিয়ে দেবে সব । শিখিয়ে দিল আর আমাকে একশো টাকা রবিদা'ই দিয়েছিল । মনে আছে, আমিই জিতেছিলাম সে দিন । এ রকম টুকরো টুকরো ঘটনা আজও মনে পড়ে ।"

রবি ঘোষের সঙ্গে একাধিক নাটক ও বাংলা ছবিতে অভিনয় করেন রত্না ঘোষাল । অভিনেত্রী বলেন, "রবিদা'র সঙ্গে সিনেমা, নাটক, প্রফেশনাল থিয়েটার করেছি । রবিদা'র পরিচালনায় শিয়ালদার নেতাজি মঞ্চে 'বিবর'-এ অভিনয় করেছি আমি । এই নাটকের হিরোইন ছিলেন জয়শ্রী রায় । পরে বেশ কিছু শো-তে আমি ওঁর চরিত্রটাতে অভিনয় করি । কেননা জয়শ্রী মাঝে মধ্যেই শোতে হাজির থাকত না । 'বিবর' চলাকালীনই আমাদের 'নহবৎ' শুরু হয় । রবিদা বলেছিল, মাটু যাস না । নতুন প্রোডাকশন । ক'দিন চলবে তার ঠিক ঠিকানা নেই । কিন্তু চলেছিল । আর রবিদা আমাকে বলেছিলেন, কী করলি রে তোরা ? লোকে ইট পেতেও দেখল নাটকটা ! রবিদা ভালো কাজের প্রশংসা করতেন নির্দ্বিধায় । রবিদা'র সঙ্গে আমার শেষ প্রফেশনাল থিয়েটার 'পেটোপাঁচু'। বহু ছবিতে অভিনয় করেছি । নাম আজ আর মনে থাকে না ।"

অভিনেত্রী সবশেষে বলেন, "রবিদা শাসনও করতেন । রিহার্সালের সময়ে কোনও ভুল ত্রুটি হলে ধরিয়ে দিতেন । পর মুহূর্তে বলতেন, আমি তো তোদের ভালোর জন্য বলছি । এই যে এ বার সবাই তোদের প্রশংসা করছে । এটা ভালো লাগছে না ? এ রকম মানুষ ছিলেন রবিদা । খুব মিস করি এই মানুষগুলোকে । আজ তাঁর জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণাম রইল রবিদা'র জন্য ।"

আরও পড়ুন:

  1. 'দাদা রাজনৈতিক আলোচনা পছন্দ করতেন না', মহানায়কের স্মৃতিচারণায় রত্না ঘোষাল
  2. আমায় নিজে হাতে মেকআপ করে দিয়েছিলেন তনুদা
  3. ধারাবাহিকে আর মন নেই, বড় পর্দার পরিচালকদের নিয়ে ক্ষোভ ঝরে পড়ল রত্না ঘোষালের গলায়

ABOUT THE AUTHOR

...view details