পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Pushpa- The Rule: পুষ্পার সিক্যুয়েলের শ্যুটিং শুরু করছেন ফেব্রুয়ারিতে, অনুরাগীদের সুখবর শোনালেন রশ্মিকা - Sidhart Rashmika starrer Mission Majnu released

ছবির পুরুষ কলা-কুশলীরা শ্যুটিংয়ে যোগ দিয়েছেন আগেই ৷ ফেব্রুয়ারিতে তিনিও যোগ দিচ্ছেন পুষ্পা সিক্যুয়েসের শ্যুটিংয়ে ৷ 'মিশন মজনু' মুক্তি পাওয়ার পরদিন অনুরাগীদের জানালেন রশ্মিকা মন্দনা (Rashmika to join Pushpa sequel shoot on February) ৷

Etv Bharat
রশ্মিকা মন্দনা

By

Published : Jan 21, 2023, 10:51 PM IST

মুম্বই, 21 জানুয়ারি:শুক্রবার ওভার দ্য টপ প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর দ্বিতীয় হিন্দি ছবি 'মিশন মজনু' (Mission Majnu) ৷ সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) সঙ্গে জুটিতে তাঁর অভিনীত এই স্পাই থ্রিলার সমালোচকমহলে সাড়া ফেলেছে ভালোই ৷ এরইমধ্যে অনুরাগীদের সুখবর শোনালেন রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) ৷ দীর্ঘদিন ধরেই যে সুখবরের প্রতীক্ষায় ছিলেন তারা ৷ 2021 আল্লু অর্জুনের সঙ্গে জুটিতে তাঁর ব্লকবাস্টার ছবি 'পুষ্পা'-র সিক্যুয়েলের শ্যুটিং তিনি শুরু করছেন আগামী মাসেই (Rashmika to join Pushpa sequel shoot next month) ৷

এক বিনোদন মাধ্যমকে তেলুগু অভিনেত্রী জানিয়েছেন, আল্লু অর্জুন-সহ অন্যান্য অভিনেতারা 'পুষ্পা- দ্য রুল' ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই ৷ তবে তিনি যোগ দিচ্ছেন ফেব্রুয়ারিতে ৷ রশ্মিকার বলেন, "ছেলেরা ছবির শ্যুটিং আরম্ভ করেছে ৷ আমি আগামী মাসে শ্যুটিংয়ে যোগ দিচ্ছি ৷ স্বাভাবিকভাবেই আমি খুব উত্তেজিত ৷ কারণ ছবির দ্বিতীয় পার্টটা প্রথম পার্টের থেকে আরও আকর্ষণীয় হতে চলেছে ৷"

'শ্রীবল্লি' ছবির শ্যুটিং প্রসঙ্গে আরও বলেন, "প্রথম পর্বে আমরা অভিনেতারা সকলেই সকলের কাজ দেখে নিয়েছি ৷ ফলত সকলে সকলের কাজ সম্পর্কে দারুণভাবে অবগত ৷ আর তাই আমাদের সকলের পারফরম্যান্সও আরও তীক্ষ্ণ হতে চলেছে বলে আমার বিশ্বাস ৷ আর হ্যাঁ, এটা সত্যিই অভাবনীয় হতে চলেছে ৷" এদিকে শুক্রবারই মুক্তি পেয়েছে শান্তনু বাগচি পরিচালিত 'মিশন মজনু' (Sidhart-Rashmika starrer Mission Majnu released yesterday) ৷ যে ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা ৷ ট্রেলার দেখে সিনে সমালোচকদের অনেকেই এই ছবির সঙ্গে মেঘনা গুলজার পরিচালিত 2018 মুক্তিপ্রাপ্ত ছবি 'রাজি'-র তুলনা টেনেছেন ৷ এ ব্যাপারে রশ্মিকা এখনও কিছু না-বললেও মৌনতা ভেঙেছেন 'শেরশাহ-স্টার' সিদ্ধার্থ ৷

আরও পড়ুন:বিক্রি হল চার লক্ষেরও বেশি টিকিট, প্রি বুকিংয়ে পাঠান হারাতে পারে ব্রহ্মাস্ত্রকেও

সিদ্ধার্থ বলেছেন, "কোনও ছবির একটা অংশের সঙ্গে তুলনা কোনওভাবেই খারাপ নয় ৷ আর যখন সেটা একটা জনপ্রিয় ছবি ৷ অবশ্যই ট্রেলারটা অনেকটা একইরকম মনে হয়েছে কারণ, একই দশকের ঘটনার বর্ণিত হয়েছে দু'টি ছবিতে ৷" তবে ছবিটি সম্পূর্ণ ভিন্ন বলেই বিশ্বাস আমার ৷ যারা দেখবেন ছবিটা তারাই ভালো বলতে পারবেন এ ব্যাপারে ৷

ABOUT THE AUTHOR

...view details