হায়দরাবাদ, 10 নভেম্বর: ডিপফেক টেকনোলজি নাড়িয়ে দিয়েছে ফিল্ম ইন্ডাষ্ট্রির তারকাদের ৷ রশ্মিকার ফেক ভিডিয়ো ভাইরাল হওয়া নিয়ে এবার মুখ খুললেন বিজয় দেবড়েকোন্ডা ৷ রশ্মিকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে নাম জড়িয়েছে লাইগার অভিনেতার ৷ স্বভাবতই, রশ্মিকার সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন অভিনেতা ৷ এর আগে অমিতা বচ্চন, ম্রুণাল ঠাকুর, ঈশান খট্টর, নাগা চৈতন্য পাশে দাঁড়িয়েছেন রশ্মিকার ৷
সোশাল মিডিয়া যে নিরাপদ নয়, তা প্রতি মুহূর্তে যেন এই ধরনের ঘটনা আরও স্পষ্ট করে দিচ্ছে ৷ রশ্মিকার পর ক্যাটরিনা কাইফের ফেক ছবি নিয়েও তোলপাড় হয়েছে নেটপাড়া ৷ এবার এই বিষয়ে সোচ্চার হলেন দক্ষিণী অভিনেতা বিজয় ৷ সম্প্রতি একটি খবরের আর্টিকেল 'গর্ভনমেন্ট টেকস ডিসিশন অ্যাকশন এগেইনস্ট ডিপফেকস ফলোয়িং দ্য ভাইরাল রশ্মিকা মন্দানা ভিডিয়ো' শেয়ার করেছেন অভিনেতা ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে তা শেয়ার করেছেন রশ্মিকাও ৷
ইন্সটাগ্রাম স্টোরিতে আর্টিকেল শেয়ার করে বিজয় ভবিষ্যতে এই ধরনের ঘটনায় কী কী সেফগার্ড নেওয়া উচিত, সেই বিষয়ে কথা বলেছেন ৷ তিনি চিন্তা প্রকাশ করে বলেছেন, রশ্মিকা যে ধরনের ঘটনার মধ্য দিয়ে গিয়েছেন তা যেন অন্য কারও সঙ্গে না ঘটে ৷ সাইবার ক্রাইমের তরফ থেকে যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের নিশ্চই শাস্তি দেওয়া হবে ৷ বিজয়ের এই মতামতে সম্মতি প্রকাশ করেছেন পুষ্পা অভিনেত্রীও ৷
প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই সমাজে বাড়ছে তার অপব্যবহার ৷ প্রযুক্তিকে হাতিয়ার করে নিমেষে একজন ব্যক্তিকে জনসমাজে ভাইরাল করতে সময় লাগছে না এতটুকু ৷ বর্তমানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়া রশ্মিকার আপত্তিজনক নকল ভিডিয়ো ৷ ডিপফেক প্রযুক্তির শিকার অভিনেত্রী রশ্মিকার ভিডিয়ো ভাইরাল হতেই আইনী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন অমিতাভ বচ্চন ৷