পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rashmika on Deepfake Viral Video: ডিপফেক নিয়ে সোচ্চার তারকারা, রশ্মিকার পাশে দাঁড়ালেন বন্ধু বিজয়

Deepfake Viral Video: ডিপফেক নিয়ে আলোচনার ঝ়ড় সোশাল মিডিয়ায় ৷ রশ্মিকার ফেক ভিডিয়ো ভাইরাল হওয়ার পর তাঁর পাশে দাঁড়ালেন কাছের বন্ধু তথা অভিনেতা বিজয় দেবরেকোন্ডা ৷

Etv Bharat
ডিপফেক নিয়ে সোচ্চার তারকারা

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 12:28 PM IST

হায়দরাবাদ, 10 নভেম্বর: ডিপফেক টেকনোলজি নাড়িয়ে দিয়েছে ফিল্ম ইন্ডাষ্ট্রির তারকাদের ৷ রশ্মিকার ফেক ভিডিয়ো ভাইরাল হওয়া নিয়ে এবার মুখ খুললেন বিজয় দেবড়েকোন্ডা ৷ রশ্মিকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে নাম জড়িয়েছে লাইগার অভিনেতার ৷ স্বভাবতই, রশ্মিকার সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন অভিনেতা ৷ এর আগে অমিতা বচ্চন, ম্রুণাল ঠাকুর, ঈশান খট্টর, নাগা চৈতন্য পাশে দাঁড়িয়েছেন রশ্মিকার ৷

সোশাল মিডিয়া যে নিরাপদ নয়, তা প্রতি মুহূর্তে যেন এই ধরনের ঘটনা আরও স্পষ্ট করে দিচ্ছে ৷ রশ্মিকার পর ক্যাটরিনা কাইফের ফেক ছবি নিয়েও তোলপাড় হয়েছে নেটপাড়া ৷ এবার এই বিষয়ে সোচ্চার হলেন দক্ষিণী অভিনেতা বিজয় ৷ সম্প্রতি একটি খবরের আর্টিকেল 'গর্ভনমেন্ট টেকস ডিসিশন অ্যাকশন এগেইনস্ট ডিপফেকস ফলোয়িং দ্য ভাইরাল রশ্মিকা মন্দানা ভিডিয়ো' শেয়ার করেছেন অভিনেতা ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে তা শেয়ার করেছেন রশ্মিকাও ৷

ইন্সটাগ্রাম স্টোরিতে আর্টিকেল শেয়ার করে বিজয় ভবিষ্যতে এই ধরনের ঘটনায় কী কী সেফগার্ড নেওয়া উচিত, সেই বিষয়ে কথা বলেছেন ৷ তিনি চিন্তা প্রকাশ করে বলেছেন, রশ্মিকা যে ধরনের ঘটনার মধ্য দিয়ে গিয়েছেন তা যেন অন্য কারও সঙ্গে না ঘটে ৷ সাইবার ক্রাইমের তরফ থেকে যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের নিশ্চই শাস্তি দেওয়া হবে ৷ বিজয়ের এই মতামতে সম্মতি প্রকাশ করেছেন পুষ্পা অভিনেত্রীও ৷

প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই সমাজে বাড়ছে তার অপব্যবহার ৷ প্রযুক্তিকে হাতিয়ার করে নিমেষে একজন ব্যক্তিকে জনসমাজে ভাইরাল করতে সময় লাগছে না এতটুকু ৷ বর্তমানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়া রশ্মিকার আপত্তিজনক নকল ভিডিয়ো ৷ ডিপফেক প্রযুক্তির শিকার অভিনেত্রী রশ্মিকার ভিডিয়ো ভাইরাল হতেই আইনী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন অমিতাভ বচ্চন ৷

প্রতিবাদে সোচ্চার হয়েছেন ম্রুণাল ঠাকুর, নাগা চৈতন্য, ঈশাণ খট্টর ৷ ফেক ভিডিয়োতে দেখা যায়, রশ্মিকার মতো দেখতে একজন মহিলা দরজা খুলে প্রবেশ করছেন ৷ কিন্তু সেই মহিলা উপরের পোশাক এতটাই ছোট পরেছেন যাতে বক্ষযুগল খুব আপত্তিজনকভাবে তুলে ধরা হয়েছে ৷ সেই ভিডিয়ো নিমেষে ঘুরতে থাকে নেটপাড়ায় ৷ অল্প সময়ে এক্স প্ল্যাটফর্মে ভিডিয়োর ভিউয়ার সংখ্যা পৌঁছে যায় কয়েক মিলিয়নে ৷

আরও পড়ুন:

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অনুষ্কা ! ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর গুঞ্জন

নজরুলগীতি 'বিকৃত' করেছেন! এআর রহমানের ক্ষমা চাওয়া উচিত, তীব্র প্রতিবাদ নেটপাড়ায়

ছোটবেলায় সৌরভের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইতেন, এবার শামিকে বিয়ের প্রস্তাব অভিনেত্রীর

ABOUT THE AUTHOR

...view details