পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rashmika on Fraud Case: সত্যিই কি 80 লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন ? মুখ খুললেন রশ্মিকা - Rashmika on Fraud Case

80 লক্ষ টাকা প্রতারণার ঘটনা সামনে আসার পর ম্যানেজারকে বরখাস্ত করেছেন রশ্মিকা মন্দানা ৷ জানা গিয়েছিল এমন কথাই ৷ এবার সেই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ৷

Rashmika on Fraud Case
ম্যানেজারের টাকা প্রতারণার ঘটনা নিয়ে মুখ খুললেন রশ্মিকা

By

Published : Jun 23, 2023, 1:40 PM IST

হায়দরাবাদ, 23 জুন: কয়েকদিন ধরেই ম্যানেজারকে নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, 80 লক্ষ টাকা প্রতারণার ঘটনা সামনে আসার পর তাঁর ম্যানেজারকে বরখাস্ত করেছেন অভিনেত্রী ৷ অবশেষে এই পুরো ঘটনা নিয়ে একটি সরকারি বিবৃতি জারি করলেন রশ্মিকা এবং তাঁর ম্য়ানেজার ৷ তাঁরা জানিয়েছেন, কোনও পারস্পরিক দ্বন্দ্ব নেই ৷

এই বিবৃতিতে তাঁরা আরও জানান, "আমাদের মধ্যে কোনও তিক্ততা নেই। আমারা সৌহার্দ্য় বজায় রেখেই একে অপরের থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি ৷ আমাদের মধ্য়ে এই বিচ্ছেদ কেন তা নিয়ে প্রচুর গুজব রটেছে ৷ যার কোনও সত্যতা নেই ৷ আমরা পুরোপুরি পেশাদার ৷ আর এখন থেকে স্বাধীনভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি ৷" বৃহস্পতিবার রাতের দিকে প্রকাশ্যে আসে এই বিবৃতি।

সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, রশ্মিকার সঙ্গে 80 লক্ষ টাকা প্রতারণা করেছেন তাঁর ম্যানেজার । কিন্তু এই বিষয় নিয়ে বেশি জল ঘোলা হোক তা তিনি চান না তাই ওই ম্য়ানেজারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী ৷ এই খবরে যো যে কোনও সত্য়তা নেই তা আজ সকলের সামনে জানিয়ে দিলেন নায়িকা ৷

আরও পড়ুন:'বস 2' ছবির 6 বছরের জন্মদিনে আবেগেপ্রবণ জিৎ

নায়িকার আগামী কাজের কথা বলতে গেলে বলতেই হবে 'অ্যানিম্যাল' ছবির কথা ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে তাঁকে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর কাপুরের সঙ্গে ৷ ছবিতে রয়েছেন অনিল কাপুর এবং ববি দেওল। সিনেমাটি 11 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে । এছাড়াও তাঁর হাতে রয়েছে 'পুষ্পা: দ্য রুল' ছবির কাজও ৷ এই ছবির প্রথম পর্বের হাত ধরেই সারা ভারত জুড়ে বিখ্য়াত হয়ে ওঠে তাঁর নাম ৷

ABOUT THE AUTHOR

...view details