হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: বালাজি টেলিফিল্ম এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্টের প্রযোজনায় প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার 'পুষ্পা' স্টার রশ্মিকা মান্দানা এবং অমিতাভ বচ্চন (Rashmika Mandanna and Amitabh bachchan )৷ ছবির নাম 'গুডবাই'৷ এবার সামনে এল এই ছবির মুক্তির তারিখ ৷ ছবির পরিচালনা করছেন বিকাশ বহাল ৷ এই ছবি নিয়ে যথেষ্ট উত্তেজিত রাশ্মিকা (Rashmika Mandanna bollywood debut movie GoodBye )৷
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "বাপা এবং আমি 7 অক্টোবর আপনার পরিবারের সঙ্গে দেখা করতে আসছি (Rashmika Mandanna GoodBye release on 7 October )।" আগামী 7 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি (GoodBye release on 7 October) ৷ সম্প্রতি খুব একটা ভালো বলিউড অভিষেক হয়নি দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার ৷ 'লাইগার' ছবির হাত ধরে প্য়ান ইন্ডিয়া জিততে ব্যর্থ হয়েছেন বিজয়-অনন্যা ৷ আবার 'পুষ্পা' বা 'আরআরআর'-এর মত ছবিগুলি বেশ সফল সারা দেশে ৷ এখন রশ্মিকার এই নতুন ছবি কতটা সাফল্য পায় সেটাই দেখার ৷
'গুডবাই' ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন রশ্মিকা মান্দানা এবং অমিতাভ বচ্চন আরও পড়ুন:ছেলে মেয়ে এবং স্বামীকে সঙ্গে নিয়ে গণেশ চতুর্থী পালনে মেতে উঠলেন সানি লিওন
প্রসঙ্গত জুন মাসে শেষ হয় এই ছবির শ্য়ুটিং ৷ কোভিডের জেরে প্রায় দুবছর ধরে চলেছিল এই ছবির চিত্রগ্রহণের কাজ ৷ ছবির শ্য়ুটিং শেষেও তাই আবেগী হয়ে পড়েছিলেন রশ্মিকা ৷ তিনি লিখেছিলেন, 'গুডবাই', নিজের সন্তানকে গুডবাই বলতে মোটেই ভাল লাগছে না ৷ তবে বন্ধু আমার জন্য় 'গুডবাই'-এর শ্যুটিং শেষ ৷ প্রায় দু'বছর হয়ে গেল আমরা এই যাত্রাটা শুরু করেছিলাম ৷ কোভিড তরঙ্গ এবং আরও সমস্ত কিছু মিলিয়ে (অসুস্থতা এবং সুস্থতার মধ্যেই এটা ছিল যেন একটা শপথের মতো) ৷"
রশ্মিকার হাতে এই মুহূর্তে আরও বেশ কয়েকটি বলিউড প্রজেক্ট রয়েছে ৷ একদিকে রণবীর কাপুরের সঙ্গে 'অ্যানিম্যাল' ছবিতে কাজ করবেন তিনি ৷ পাশাপাশি টাইগার শ্রফের সঙ্গে 'স্ক্রু ঢিলা' এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে 'মিশন মজনু' ছবিতেও স্ক্রিনশেয়ার করবেন তিনি ৷ বিশেষত 'পুষ্পা: দ্য রাইজ' ছবির সাফল্যের পর তাঁকে নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গিয়েছে ৷