পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rashmika Fake Video: বিগ বি'র পর ডিপফেক ঘটনায় রশ্মিকার পাশে ম্রুণাল-নাগা চৈতন্য, প্রতিবাদে সোচ্চার তারকারা - নাগা চৈতন্য

Rashmika Mandanna Deepfake video: গত কয়েকদিন ধরে ডিপফেক টেকনোলজি মাথাব্যথার কারণ হয়ে উঠেছে সোশাল মিডিয়ায় ৷ রশ্মিকা মন্দানার নকল ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অমিতাভ বচ্চন-সহ ফিল্ম ইন্ডাষ্ট্রির তারকারা প্রতিবাদে সোচ্চার ৷

Etv Bharat
ডিপফেক ঘটনায় প্রতিবাদে সোচ্চার তারকারা

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 2:08 PM IST

মুম্বই, 7 নভেম্বর: অমিতাভ বচ্চনের পর এবার দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানার পাশে দাঁড়ালেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, অভিনেতা নাগা চৈতন্য ও চিন্ময়ী শ্রীপদা ৷ ডিপফেক টেকনোলজির মাধ্যমে রশ্মিকার ফেক ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ঝড় ওঠে সোশাল মিডিয়ায় ৷ 'পুষ্পা' অভিনেত্রীকে একপ্রকার হেনস্থার শিকার হতে হয়েছে নেটপাড়ায় ৷ এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার প্রতিবাদে সরব ফিল্ম ইন্ডাষ্ট্রির তারকারা ৷

মন্দানার 'গুডবাই' কো-স্টার বিগ বি অমিতাভ বচ্চন প্রথম এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হন ৷ তিনি ব্রিটিশ-ইন্ডিয়ান সোশাল মিডিয়া পার্সোনালিটি জারা পাটেলের ভিডিয়ো শেয়ার করেন ৷ সেখানে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল জারাকে ৷ সেই ভিডিয়োতেই ডিপফেক টেকনোলজির মাধ্যমে জারার জায়গায় অভিনেত্রী রশ্মিকা মুখ বসিয়ে দেওয়া হয় ৷ মুহূর্তে তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় ৷ আসল ও নকল ভিডিয়ো শেয়ার করে শাহেনশা লিখেছিলেন, এই ধরনের ঘটনায় অবশ্যই আইনী ব্যবস্থা নেওয়া উচিত ৷

রশ্মিকার পাশে দাঁড়ালেন ম্রুণাল

এরপরেই অভিনেত্রী ম্রুণাল ঠাকুর সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানান ৷ পাশাপাশি, সাধারণ মানুষকেও এই ধরনের নকল ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া করার বদলে প্রতিবাদ করার অনুরোধ জানান ৷ তিনি বলেন, "রশ্মিকা তোমাকে ধন্যবাদ মুখ খোলার জন্য ৷ এই ধরনের ঘটনায় চুপ না থেকে তুমি যে সোচ্চার হয়েছো, এটাই বড় বিষয় ৷ আমাদের সমাজ কোন পথে এগোচ্ছে ?" তিনি আরও বলেন, "অভিনেত্রী হিসাবে আমরা লাইমলাইটে আসলেও দিনের শেষে আমরা প্রত্যেকে সাধারণ মানুষ ৷ আমরা কেন এই বিষয়ে সোচ্চার হব না? কখনও চুপ থাকবেন না, এটা চুপ থাকার সময় নয় ৷"

অভিনেতা চৈতন্য প্রযুক্তির অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তিনি এক্স (টুইটার) মাধ্যমে বলেন, "আইনী ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত ৷ এই ধরনের ঘটনায় দোষীকে শাস্তি দেওয়া উচিত ৷ তোমার পাশে আছি রশ্মিকা ৷" পাশাপাশি, চৈতন্য ডিপফেক-কে মেয়েদের ব্ল্যাকমেইল করার জন্য আগামিদিনের বড় অস্ত্র বলেও চিন্তা প্রকাশ করেছেন ৷ বিষয়টি অত্যন্ত বিপজ্জনক বলে ভয় প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী চিন্ময়ী শ্রীপদাও ৷

আরও পড়ুন: ছোট পোশাকে স্পষ্ট বক্ষ বিভাজিকা, রশ্মিকার ফেক ভিডিয়ো নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিগ বি'র

সোমবার সোশাল মাধ্যমে ফেক ভিডিয়ো ভাইরাল হতেই রশ্মিকা মুখ খোলেন ৷ তিনি বলেন, "একজন মহিলা ও অভিনেত্রী হিসাবে আমি কৃতজ্ঞ এই পরিস্থিতিতে পরিবার, বন্ধু ও অনুরাগীদের পাশে পেয়েছি ৷ কিন্তু যদি এই ঘটনা যদি আমার সঙ্গে স্কুল বা কলেজে পড়াকালীন সময়ে হত, তাহলে কী হত? আমি কল্পনাও করতে পারছি না, কীভাবে নিজেকে সেই সময়ে সামলাতাম ৷ এই ধরনের ঘটনার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত ৷ যাতে আগামিদিনে এই ধরনের ঘটনা অন্যজনের সঙ্গে না ঘটে ৷"

ABOUT THE AUTHOR

...view details