পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

চিকিৎসায় দিচ্ছেন না সাড়া, সংকটজনক রশিদ খান - Rashid critical condition

Rashid Khan Hospitalized: ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খানের ৷ সূত্রের খবর, শিল্পীর অবস্থা সংকটজনক ৷

Etv Bharat
সংকটজনক রশিদ খান

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 1:13 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: ফের শারীরিক অবস্থার অবনতি সঙ্গীতশিল্পী রশিদ খানের। এই মুহূর্তে অতি সংকটজনক অবস্থায় তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। বছর শেষে চিকিৎসায় সারা দিলেও ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷ বর্তমানে তাঁকে রাখা হয়েছে ইন্সেন্টিভ কেয়ার ইউনিটের ভেন্টিলেশনে। অক্সিজেন দেওয়া হচ্ছে শিল্পীকে।

হাসপাতাল সূত্রে খবর রাইস টিউবে খাওয়ানো হচ্ছে সঙ্গীত শিল্পীকে। চিকিৎসক সুদীপ্ত মিত্রের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে তাঁর। এছাড়াও মেডিসিন ও ক্যান্সার বিভাগের একটি চিকিৎসকের দল তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন ৷ তবে বর্তমানে শিল্পীর শারীরিক পরিস্থিতি কেমন সেই বিষয়ে মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের। প্রায় এক মাস ধরে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শিল্পী রশিদ খান।

এর আগে প্রোস্ট্রেট ক্যান্সার ধরা পড়েছিল শিল্পীর। দীর্ঘসময় ধরেই চিকিৎসা চলছিল তাঁর। পরবর্তীকালে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে হাসপাতালে ভর্তি করা হয় শিল্পীকে ৷ সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি। বছর 55'র শিল্পী চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন বলেই হাসপাতাল সূত্রে খবর। তবে ফের অবস্থার অবনতি। ফলে বর্তমানে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশন কেয়ারেই।

প্রসঙ্গত, শিল্পী রশিদ খান দর্শকদের মন জয় করে নেন সন্দেশ শান্ডিল্যের সুরে 'জব উই মেট' ছবির গান 'আয়োগে জব তুম সজনা' দিয়ে ৷ এরপর বাংলা ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবির গান গেয়ে রশিদ খান মন জয় করে নেন শ্রোতাদের৷ তালিকায় রয়েছে 'মাই নেম ইজ খান', 'রাজ 3', 'বাপি বাড়ি যা', 'কাদম্বরী', 'শাদি ম্যায় জরুর আনা', 'মান্তো', 'মিতিন মাসি'র মতো ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি ৷ 2006 সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন শিল্পী রশিদ খান ৷ এরপর 2012 সালে তিনি বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হন ৷ 2022 সালে উস্তাদ রশিদ খান সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে ৷ তাঁর অসুস্থতার খবরে মন খারাপ অনুরাগীদের ৷ বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুস্থ হয়ে উঠুন, এই কামনা সকলের ৷

ABOUT THE AUTHOR

...view details