পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Koffee with Karan: 'প্রেম বারবার এসেছিল এইভাবেই !' দীপিকা-অনুষ্কাকে একই অনুভূতি প্রকাশ করে সমালোচনার মুখে রণবীর - কফি উইথ করণ সিজন 8

Ranveer Singh trolled: কফি উইথ করণ সিজন 8-শুরুর পর থেকেই চর্চায় ৷ অতিথি হিসাবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ছিলেন কফি কাউচে ৷ এই অনুষ্ঠানে রণবীরের বিশেষ মন্তব্যকে ঘিরে ঝড় উঠেছে নেট পাড়ায় ৷ দীপিকা ও অনুষ্কাকে নিয়ে ভালোবাসার আবেগ প্রকাশ করতে গিয়ে গুলিয়ে ফেলেন অভিনেতা ৷ সঙ্গে সঙ্গে ট্রলড সোশাল মিডিয়ায় ৷

Etv Bharat
সমালোচনার মুখে রণবীর সিং

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 1:13 PM IST

হায়দরাবাদ, 27 অক্টোবর: কথাতেই আছে 'লাভ অ্যাট ফার্স্ট সাইট' ৷ প্রথম ভালোবাসার সেই অনুভূতি, সেই আবেগ ভোলা যায় না ৷ তাবলে তো এটা আর করণ জোহরের 'কুছ কুছ হোতা হ্যায়' নয়, যে প্রেম একবারই হবে জীবনে ৷ বরং এক্ষেত্রে প্রেম এসেছে বারবার ৷ কথা হচ্ছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে ৷ তবে এখানে প্রশ্ন অন্য জায়গায় ৷ প্রেম আলাদা হলেও সেই ভাবপ্রকাশ একই কীভাবে হতে পারে? তাও আবার প্রেক্ষাপটও এক ৷ যাকে বলে কপি-পেস্ট ৷ কফি উইথ করণ-এ সিজন 8-এর প্রথম এপিসোড যতটা মজা পেয়েছে দর্শকরা ততটাই ট্রলড হয়েছেন রণবীর কাপুর ৷

আসলে দীপিকার সঙ্গে প্রেম থেকে বিয়ে, সবকিছু নিয়ে কফি কাউচে আলোচনা হয়েছে খুল্লমখুল্লা ৷ এমনকী, প্রথমবার তাঁদের বিয়ের ভিডিয়ো আসে প্রকাশ্যে এই শোয়ের মাধ্যমেই ৷ কথা হয়, দীপিকার মানসিক অবসাদ, সেখান থেকে বেরিয়ে আসার লড়াই, রণবীরের পাশে থাকা, সবকিছু নিয়ে ৷ সবকিছু ঠিকঠাকই ছিল, বাধ সাধল 2011-এর একটি ভিডিয়ো ক্লিপিংস প্রকাশ্যে আসায় ৷

কি ছিল সেই ভিডিয়োতে? আসলে 2011-তে কফি উইথ করণ-এর সিজন 3-এ রণবীর সিং এসেছিলেন সেই সময়ের তথাকথিত গার্লফ্রেন্ড অনুষ্কা শর্মার সঙ্গে ৷ তাঁরা একসঙ্গে 'ব্যান্ড বাজা বারাত', 'লেডিস ভার্সেস রিকি বহেল', 'দিল ধড়কনে দো' ছবিতে কাজ করেছেন ৷ তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ৷ সেই সময় কফি ডেটে করণকে রণবীর সিং বলেছিলেন, রব নে বনা দি জোড়ি দেখার পর পরবর্তী ছবিতে একসঙ্গে কাজ করেন ৷ যশরাজ স্টুডিয়োতে যখন অনুষ্কা দরজা খুলে ঢুকছিল, হাওয়ার ওর চুল উড়ছিল ৷ অদ্ভুত এক মায়াবি পরিবেশ তৈরি হয়েছিল ৷

আরও পড়ুন: রণবীর-দীপিকার বিয়ের ভিডিয়ো দেখে কেঁদে ফেললেন করণ, অনুভব করলেন 'একাকিত্ব'

এই একই কথা দীপিকাকে নিয়েও বলেন রণবীর ৷ ফলে সেখানেই রণবীরের একটু 'বোকামো' করে ফেলেছেন বলে মনে করা হচ্ছে ৷ নেটিজেনরা কটাক্ষ করে রণবীরকে বলেন, "দীপিকাকে নিয়েও একই কথা বলেছেন.. একি!" ৷ আর এক নেটিজেন বলেন, "রণবীর ভাই চিত্রনাট্যটা তো একটু বদল করতে পারতেন !" আবার কেউ লিখেছেন, "ভাই এটা কোন ছবির স্ক্রিপ্ট, পুরো একই রকম !"

ABOUT THE AUTHOR

...view details