মেলবোর্ন, 17 অগস্ট:অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়েছে IIFM ফিল্ম ফেস্টিভ্যাল ৷ প্রতিবছরই অনুষ্ঠিত হয় এই চলচ্চিত্র উৎসব ৷ যদিও শেষ দু'বছর করোনার জন্য অনলাইনে অনুষ্ঠিত হয়েছে এই উৎসব ৷ 2022 IIFM ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ প্রত্যাবর্তনে '83' ছবিতে অভিনয়ের জন্য় সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন অভিনেতা রণবীর সিং (Ranveer Singh receives the best actor award for 83 at IIFM) ৷ গত রবিবার ঘোষণা করা হয় এ বছরের পুরস্কার প্রাপকদের তালিকা ।
সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে পুরস্কার জয়ের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রণবীর সিং। রণবীর লিখেছেন, "ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে (IFFM) '83'-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিততে পেরে ভীষণ খুশি।" গত 14 আগস্ট, প্যালাইস থিয়েটারে রণবীর এবং অন্যান্য পুরস্কার প্রাপকদের সম্মানিত করেন আয়োজকরা ৷ রণবীর অবশ্য এর আগেও বড় সম্মান 'দাদা সাহেব ফালকে পুরস্কার' লাভ করেছেন কপিল দেব চরিত্রে অভিনয়ের জন্য় ৷
রণবীরের '83' ছাড়াও ওয়েব সিরিজ 'মুম্বই ডায়েরিজ 26/11' এবং বিদ্যা বালান এবং শেফালি শাহ অভিনীত ছবি 'জলসা'-ও (2022) পুরস্কার জিতেছে । একইসঙ্গে সেরা পরিচালক হিসাবে সম্মানিত হয়েছেন সুজিত সরকার এবং অপর্ণা সেন ৷ বেশ ভাল সমর্থন পেলেও পুরস্কার জিততে পারেননি দক্ষিণী ছবি 'জয় ভীম' বা 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'৷
- IFFM 2022-এ বিজয়ীদের তালিকা:
- শ্রেষ্ঠ চলচ্চিত্র: 83
- সেরা পরিচালক: সুজিত সরকার (সর্দার উধম) এবং অপর্ণা সেন (দ্য রেপিস্ট)
- সেরা অভিনেতা: রণবীর সিং (83)
- শ্রেষ্ঠ অভিনেত্রী: শেফালী শাহ (জলসা)
- সেরা সিরিজ বলিউড: মুম্বই ডায়েরি 26/11
- ওয়েব সিরিজের সেরা অভিনেতা: মোহিত রায়না, দ্য ডায়েরিজ (মুম্বাই 26/11)
- ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী: সাক্ষী তানওয়ার (মাই)
- সেরা ইন্ডি ফিল্ম: জগ্গি
- সেরা উপমহাদেশীয় চলচ্চিত্র: জয়ল্যান্ড
- লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: কপিল দেব
- Disruptor in Cinema Award: বাণী কাপুর (চণ্ডীগড় করে আশিকি)
- Equality in Cinema Award : জলসা
- Leadership in Cinema Award : অভিষেক বচ্চন
আরও পড়ুন:ছবির সেটের ঝলক শেয়ার করলেন দীপিকা, দেখে নিন তাঁর লুক