চন্ডীগড়, 30 মে :মাত্র একদিন আগেই কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসওয়ালারের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল আপ সরকার ৷ আর তারপরেই রবিবার তাঁকে গুলি করে খুন করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ৷ গায়ক সিধু মুসওয়ালার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ বি টাউন সেলেবরাও ৷ শোক ব্যক্ত করেছেন রণবীর সিং, ভূমি পেডনেকর, সারা আলি খান, বরুণ ধাওয়ান সকলেই (Ranveer Varun Bhumi Sara on The Tragic Death of Sidhu )৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা বরুণ ধাওয়ান লেখেন,"চির শান্তিতে থাকুন ৷ আপনার শব্দ এবং সুর বেঁচে থাকবে ৷ সত্যি বিশ্বাস করতে পারছি না ৷"
রবিবার সন্ধ্যায় পঞ্জাবের মনসা জেলার জোয়াহারকে গ্রামে গুলি চালান হয় তাঁর ওপর ৷ 28 বছর বয়সি এই জনপ্রিয় গায়ক বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দেন ৷ এই ঘটনায় শোকব্যক্ত করেছেন অভিনেত্রী সারা আলি খানও ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "চির শান্তিতে থাকুন ৷ এই দুঃখজনক মৃত্যুর ঘটনায় গভীরভাবে ব্যথিত ৷ আপনার স্মরণীয় সঙ্গীত বেঁচে থাকবে ৷"