গুয়াহাটি (অসম), 21 মার্চ: আজ তাঁর 45তম জন্মদিন (Rani Mukerji Birthday)৷ আর এই বিশেষ দিনে অসমের কামাক্ষা মন্দিরে পুজো দিলেন বলিউডের অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani in Kamakhya Temple)৷ মন্দির প্রাঙ্গণে তাঁর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
অনলাইনে যে ছবিগুলি ছড়িয়ে পড়েছে, তার মধ্যে একটিতে দেখা গিয়েছে যে, রানি কামাক্ষা মন্দিরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন । রানির পরনে ছিল গোলাপি রঙের জমকালো স্যুট । কপালে আঁকা লাল তিলক । এমনকী তাঁর গলায় ফুলের মালাও দেখা গিয়েছে ৷ কিছু দিন আগে মর্দানি স্টার পঞ্জাবের অমৃতসরের বিখ্যাত শ্রী হরমন্দির সাহেব বা স্বর্ণ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ৷
কামাক্ষা মন্দিরে পুজো দিলেন রানি এ দিকে, কর্মক্ষেত্রে সদ্য মুক্তি পেয়েছে রানির বহু চর্চিত ছবি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ৷ এই ছবিতে তিনি একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যিনি তাঁর সন্তানদের পাওয়ার জন্য রাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন । ছবিটি সাগরিকা চক্রবর্তীর বই দ্য জার্নি অফ আ মাদার অবলম্বনে তৈরি হয়েছে । আশিমা চিব্বরের পরিচালনায় মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে রানি ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্তা, জিম সার্ভ এবং অনির্বাণ ভট্টাচার্য । গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি ।
আরও পড়ুন:মিসেস চ্যাটার্জি থেকে মিশেল ম্যাকনেলি... জন্মদিনে ফিরে দেখা পর্দার দাপুটে রানিকে
17 মার্চ মুক্তি পাওয়ার পর মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে প্রথম দিনে 1.27 কোটি টাকা আয় করে । বিশেষ করে বাংলা থেকে তাঁর পারফরম্যান্সে অপ্রতিরোধ্য সাড়া পেয়ে রানি বলেছেন, "আমি সাগরিকাকে ও তাঁর বাচ্চাদের সেলুলয়েডে ফিরিয়ে আনার জন্য ভয়ঙ্কর সংগ্রাম করে আমার সর্বস্ব দিয়েছি । আমি দেখেছি যে আমার মা, একজন বাঙালি মা ৷ কীভাবে তিনি তাঁর সন্তানদের কঠোর পরিশ্রম করে রক্ষা করেছেন এবং যখন আমি সাগরিকার জীবন কাহিনী সম্পর্কে জানলাম, তখন তাঁর মধ্যেও একই বৈশিষ্ট্য দেখেছি । তাই দুই বাঙালি মা আমাকে এই ভূমিকা পালন করতে অনুপ্রাণিত করেছেন এবং আমি খুবই গর্বিত যে এই ছবি সারা ভারতের মানুষকে, বিশেষ করে মায়েদের অনুরণিত করেছে ।"