পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

16 বছর পর কফি কাউচে রানি-কাজল, করণকে 'এক্সপোজ' করার হুমকি! - করণ জোহর

Koffee With Karan 8: 16 বছর পর করণ জোহরের কফি কাউচে দুই বোন আরও একবার ৷ রানি মুখোপাধ্যায় ও কাজলকে নিয়ে মজাদার টক শো উপহার পেতে চলেছে দর্শক ৷ প্রোমোতেই মাত নেটিজেনরা ৷

Etv Bharat
16 বছর পর কফি কাউচে রানি-কাজল

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 1:06 PM IST

হায়দরাবাদ, 27 নভেম্বর: 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' জুটির পর কফি কাউচে পরিচালক করণ জোহর আনতে চলেছেন তাঁর দুই প্রিয় বান্ধবীদের ৷ 'কফি উইথ করণ সিজন 8'-এ এবার অতিথি হিসাবে উপস্থিত থাকতে চলেছেন রানি মুখোপাধ্যায় ও কাজল ৷ সোমবার প্রকাশ্যে এল শোয়ের ছোট্ট ঝলক ৷

করণ জোহর ক্যাপশনে লিখেছেন, "আমার প্রথম লিডিং লেডিজদের এই শোয়ে আনতে যথেষ্ট কসরত করতে হয়েছে ৷ রানি আর কাজল কফি কাউচে আবার ৷ নস্ট্যালজিয়ায় ভাসতে চলেছে সকলে ৷ 30 নভেম্বর এই শোয়ের সম্প্রসারণ হতে চলেছে ৷"

সালটা 2007 ৷ ন্যাশনাল টিভির পর্দার সঞ্চালক হিসাবে অন্যরকম টক শো নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক করণ জোহর ৷ শোয়ের প্রথম পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুছ কুছ হোতা হ্যায় জুটি ৷ অর্থাৎ শাহরুখ খান, রানি মুখোপাধ্যায় ও কাজলকে দেখা গিয়েছিল একসঙ্গে কফি কাপে চুমুক দিয়ে আড্ডা দিতে ৷ এরপর এই তিন তারকাকে একসঙ্গে দেখা যায়নি কফি কাউচে ৷

16 বছর পর আরও একবার দুই বোন তথা করণের প্রিয় বান্ধবী রানি ও কাজল আসতে চলেছেন কফির শোয়ে ৷ প্রোমোতে দেখা গিয়েছে, হাসি-ঠাট্টায় মেতে উঠেছেন তিন তারকা ৷ তাঁরা ফিরে গিয়েছেন কুছ কুছ হোতা হ্যায়-র সেই সময়ে ৷ কাজলকে রানিকে নিয়ে বেশ কিছু প্রশ্ন করেন করণ ৷ কাজলের উত্তর শুনে অবাক হন সঞ্চালকের আসনে বসা করণও ৷ শুধু তাই নয়, রানি করণে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁকে "এক্সপোজ" করবেন ৷ সবমিলিয়ে এই পর্বের প্রোমোতেই মজা পেয়েছেন অনুরাগীরা ৷ তাই শো-যে হিট আগেথেকেই অনুমান করা যায় ৷ তবে এই শোয়ে কী শাহরুখ খান তথা রাহুল কি কোনও চমক দেবেন টিনা আর অঞ্জলিকে, তা জানতে হলে আর একটু অপেক্ষা করতেই হবে ৷

ABOUT THE AUTHOR

...view details