হায়দরাবাদ, 30 নভেম্বর: রূপকথার গল্পের চেয়ে কোনও অংশে কম ছিল না অভিনেতা রণদীপ হুডা ও লিনা লাইসরামের বিয়ে ৷ বুধবার মণিপুরের ইম্ফলে মেইতি মতে সাত পাকে বাঁধা পড়েন রণদীপ-লিনা ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করতেই বয়ে যায় অনুরাগীদের শুভেচ্ছা বন্যা ৷
47 বছর বয়সী রণদীপ-লিনার বিয়ের আসর বসেছিল মণিপুরের শন্নাপুঙ্গ রিসর্টে ৷ ছবি শেয়ার করে 'সরবজিৎ' খ্যাত অভিনেতা লিখেছেন, "আজ থেকে আমরা এক হলাম ৷" বিশেষ এই দিনে রণদীপ বেছে নিয়েছিলেন সাদা রঙের কুর্তা-পাজামা ৷ অন্যদিকে, লিনকে দেখা গিয়েছে একেবারে পরীর সাজে ৷ অর্থাৎ এই দিন লিনার পরনে ছিল সাদা-গোলাপী রঙের শাড়ি, সঙ্গে কালো রঙের ব্লাউস ৷ সেই সাজে পরিপূর্ণতা এনে দিয়েছে একাধিক সোনার গয়না ৷
সোনার মাথার মুকুট থেকে টিকলি, জমকালো কানের থেকে গলা ভর্তি হার ও হাতে একাধিক সোনার আংটি লিনার রূপো এনে দিয়েছে সোনালী আভা ৷ দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অবশেষে পেল পরিণতি ৷ বেশ কিছু ছবিতে লিনার অভিনয় নজর কেড়েছে দর্শকদের ৷ যার মধ্যে অন্যতম মেরি কম, রঙ্গুন ও সম্প্রতি মুক্তি পাওয়া জানে জা ৷ অন্য়দিকে, রণবীরকে শেষবার দেখা গিয়েছে সারজেন্ট ছবিতে ৷ পাশাপাশি পরিচালক হিসাবে ডেবিউ করতে চলেছেন রণবীর ৷ স্বতন্ত্র বীর সাভরকর ছবি পরিচালনা ও অভিনয় করছেন রণদীপ ৷
শনিবার ইন্সটাগ্রাম পোস্টে বিয়ের কার্ড শেয়ার করেন রণদীপ ৷ তিনি লেখেন,"মহাভারতে যেমন অর্জুন মণিপুরের রাজকন্যা-যোদ্ধা রাজকুমারী চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন, তেমনই আমরা পরিবার ও বন্ধুদের আশীবার্দ নিয়ে বিয়ে করতে চলেছি ৷ সকলের সঙ্গে খুশির এই খবর ভাগ করে নিতে ভালো লাগছে ৷ আমরা বিয়ে করতে চলেছি 29 নভেম্বর ৷ মুম্বইয়ে হবে রিসেপশন ৷ নতুন এই জার্নিতে আপনাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই ৷ সকলের কাছে ঋণী ও কৃতজ্ঞ৷"