হায়দরাবাদ, 22 এপ্রিল:পরিচালক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার প্রয়াত হয়েছেন কয়েকদিন আগেই । এই প্রযোজক তথা গায়িকার মৃত্যুর পর আলিয়া ভাট এবং রণবীর কাপুর হাজির হন আদিত্য চোপড়ার বাড়িতে । তাঁকে এদিন সমবেদনা জানান এই তারকা জুটি । তাঁদের এই সাক্ষাতের একটি ভিডিয়ো এখন ভাইরাল সোশালে । যেখানে আলিয়ার প্রতি যে ব্যবহার করেছেন রণবীর তা নজর কেড়েছে সকলের । স্ত্রী'র জন্য় তাঁর মিষ্টি ব্য়বহার সকলের মন মাতিয়েছে ।
ভিডিয়োতে দেখা যায় দরজার সামনেই তাঁর জুতো খুলে রেখেছিলেন আলিয়া আর তাঁর পিছনেই ছিলেন রণবীর । রণবীর কিন্তু সেই জুতো নিজের হাতে তুলে নেন এবং দরজার পাশে একটি কোনে সেটিকে সরিয়ে রাখেন । তাঁর স্ত্রীর প্রতি রণবীরের এই ভালোবাসা দেখে মুগ্ধ ফ্যানেরা । নেটিজেনদের রীতিমতো আলোড়িত করল এই ভিডিয়ো । এই ভিডিয়োর নীচে এখন বইছে কমেন্টের বন্য়া ।
একজন লিখেছেন, "রণবীর আপনার এই ব্যবহারের জন্য়ই আপনাকে এত ভালোবাসি ।" আরেক জন লেখেন"এই তারকা জুটির জন্য় ভালোবাসা আর বিশেষত রণবীরকে ।" কেউ আবার তাঁদের "ভারতের সেরা দম্পতি" বলেও আখ্য়া দিয়েছেন । আদিত্য় চোপড়ার বাড়িতে অবশ্য় শুধু যে রণবীর-আলিয়া পৌঁছেছিলেন তা নয় । অন্য তারকাদের অনেককেই আদিত্যর বাড়িতে দেখা গিয়েছে পামেলা চোপড়ার প্রয়াণের পর ।
তাঁদের মধ্য়ে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, সইফ আলি খান, করিনা কাপুের-সহ আরও অনেকে । অন্যদিকে আলিয়া রণবীরের অভিনয়ের কথা বলতে গেলে আলিয়াকে আগামীতে দেখা যাবে করণ জোহরের আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে । অন্যদিকে রণবীরকে আগামিদিনে অভিনয় করতে দেখা যাবে 'অ্যানিম্যাল' ছবিতে । এই ছবিতে তাঁকে জুটি বাঁধতে দেখা যাবে রশ্মিকা মন্দনার সঙ্গে । অন্য়দিকে আলিয়া এখন অপেক্ষায় রয়েছেন তাঁর হলিউড প্রজেক্ট 'হার্ট অফ স্টোন' মুক্তির জন্য় ।
আরও পড়ুন:বিমানের ইকোনমি ক্লাসে খুদের সহযাত্রীর সঙ্গে খুনসুটি কৃতির, ভিডিয়ো ভাইরাল